দলীয় কার্যালয় থেকে উদ্ধার হল তৃণমূল কর্মীর দেহ! খুন নাকি আত্মহত্যা, ঘনাচ্ছে রহস্য

বাংলাহান্ট ডেস্ক : তৃণমূলের দলীয় কার্যালয় থেকে উদ্ধার হল দলেরই এক কর্মীর দেহ। খুন নাকি আত্মহত্যা, এই নিয়ে ঘনাচ্ছে রহস্য। এই ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার পানিহাটি পুরসভার ১০নম্বর ওয়ার্ডের অশ্বিনী দত্ত রোডে বিবি বাগান এলাকায়। তাপস দেবনাথ নামের ওই তৃণমূল কর্মীর দেহ উদ্ধার হয় দলেরই কার্যালয় থেকে।

তাপস বাবু তৃণমূলের (All India Trinamool Congress) সক্রিয় একজন কর্মী ছিলেন। নিয়ম করে তিনি প্রতিদিন দলীয় কার্যালয় খুলতেন। শুক্রবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে খোলেননি তাপস। তাই কার্যালয় খোলেন অন্য এক তৃণমূল কর্মী। কার্যালয়ের গেট খুলতে তিনি হতভম্ব হয়ে যান। দেখেন কার্যালয়ের ভিতরে ঝুলছে তাপস দেবনাথ এর দেহ।

ওই তৃণমূল কর্মীর চেঁচামেচিতে জড়ো হন সবাই। খবর দেওয়া হয় খড়দহ থানায়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে উদ্ধার করে দেহ (Deadbody)। এরপর তাপস বাবুর দেহ পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। স্থানীয় তৃণমূল কর্মীরা জানাচ্ছেন, কোনও একটি বিষয় নিয়ে তাপস দেবনাথ এর সাথে তার পরিবারের লোকেদের অশান্তি হয়।

tmc flag

এরপর বিকেলে তিনি চলে যান দলীয় কার্যালয়। দলীয় কার্যালয়ের ভিতরেই তাপস বাবু আত্মহত্যা করেন। প্রাথমিকভাবে পুলিশও মনে করছেন তাপস দেবনাথ আত্মঘাতী হয়েছেন। তবে পুলিশ খুনের সম্ভাবনাও পুরোপুরি উড়িয়ে দিচ্ছে না। তৃণমূল কর্মীর এই অস্বাভাবিক মৃত্যুর পেছনে অন্য কোনও কারণ জড়িত কিনা সে বিষয়টিও পুলিশ খতিয়ে দেখছে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর