কেরলেই হত্যা করা হবে মোদিকে! দফতরে এল হুমকি চিঠি, কাঁপছে প্রশাসন, উত্তাল ভারত

বাংলা হান্ট ডেস্ক : আগামী সোমবার সকালে কেরল (Kerala) সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী (Prime Minister) নরেন্দ্র মোদি (Narendra Modi)। সেখানে একটি শোভাযাত্রাও করার কথা তাঁর। নমোর এই সফর ঘিরে তাই কড়া নিরাপত্তার ব্যবস্থাও করা হচ্ছে। এরই মধ্যে এল প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি।

মোদির বিরুদ্ধে আত্মঘাতী বোমা হামলার এই হুমকি চিঠি কেরলের বিজেপির রাজ্য কমিটির অফিসে আসে বলে জানা গিয়েছে। এই চিঠি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিস। কেরল জুড়ে জারি করা হয়েছে কড়া সতর্কতা।

modi 2

বিশেষ সূত্রে খবর, কেরলের বিজেপি প্রধান কে সুরেন্দ্রন গত সপ্তাহে একটি চিঠি পান। সেই পাঠিয়েছিল এরনাকুলামের বাসিন্দা জোসেফ জন নাদুমুত্তাথিল। সেই চিঠিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খুনের হুমকি দেওয়া হয়। চিঠিতে উল্লেখ করা হয় মোদির কেরল সফরকালে তাঁর উপর আত্মঘাতী বোমা হামলার ষড়যন্ত্র করা হচ্ছে। এরপরই বিজেপি শিবিরে শোরগোল পড়ে যায়। মোদির সফর নিয়ে এখন উদ্বিগ্ন বিজেপি। চিঠি পাওয়ার পরই কে সুরেন্দ্রন তা ডিজিপি অনিল কান্তকে দেন। এই ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিস।

মোদির কেরল সফরের আগে গোয়েন্দার এডিজিপি টি কে বিনোদ কুমারের একটি রিপোর্ট প্রকাশ করেন। সেখানে এই হুমকি চিঠিরও উল্লেখ করা হয়েছে বলে জানা যাচ্ছে। সাম্প্রতিক সময়ে পিএফআই-র বিরুদ্ধে দেশজুড়ে অভিযানে নামে দেশের স্বরাষ্ট্র মন্ত্রক ও কেন্দ্রীয় সংস্থা। পিএফআই-কে নিষিদ্ধও করা হয়। এই পরিস্থিতিতে এই ধরনের হুমকি চিঠি কোনওভাবেই হালকা করে দেখছেন না গোয়েন্দারা।

মোদির সফর ঘিরে নিরাপত্তা ব্যবস্থার বিস্তারিত তথ্য প্রকাশ করার জন্য কেরল সরকার ও পুলিসের সমালোচনা করেছে বিজেপি। এদিকে কোচি পুলিস কমিশনার জানান মোদির সফর ঘিরে কড় নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হচ্ছে। এর জন্য পুলিসের নিরাপত্তা নিশ্চিত করতে ২ হাজারের বেশি পুলিস আধিকারিক মোতায়েন থাকবে বলে জানিয়েছেন তিনি।

Sudipto

সম্পর্কিত খবর