স্বস্তির খবর পশ্চিমবঙ্গবাসীর জন্য! নামতে চলেছে বজ্রবিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টি, বিরাট পরিবর্তন আবহাওয়ায়

বাংলা হান্ট ডেস্ক : হবে অপেক্ষার অবসান। আজ বিকেল থেকেই কলকাতায় (Kolkata) নামতে পারে বৃষ্টি। এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। কমে গিয়েছে গ্রীষ্মের দাবদাহ। বেলা বাড়ার সঙ্গেই সূর্য মুখ লুকোচ্ছে মেঘের আড়ালে। কলকাতা সহ গাঙ্গেও পশ্চিমবঙ্গের (West Bengal) সব জেলাতেই আজ বিকেলে বৃষ্টি হতে পারে। আগামী কয়েকদিন ধরে এই বৃষ্টি চলবে বলে জানিয়েছে মৌসম ভবন।

আবহাওয়া দফতর জানিয়েছে, আজ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এই সবকটি জেলায় আজ ৪০ থেকে ৫০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

weather

আগামিকাল ও পরশু কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই দু’দিনও দক্ষিণবঙ্গের সব জেলায় ৪০ থেকে ৫০ কিমি প্রতি ঘণ্টা বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। তারপর থেকেই ফের বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গে। সেদিন ঝোড়ো হাওয়ার গতিও কমবে কিছুটা। সেদিন ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আজ এবং আগামী তিনদিন দক্ষিণবঙ্গের সব জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী তিনদিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমবে। এরপর ২৬ তারিখ থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বাড়বে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। হাওয়া অফিস জানিয়েছে, শনিবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৮ ডিগ্রি ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।

দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বেশি বৃষ্টি হবে আজ।  উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানা যাচ্ছে।

Sudipto

সম্পর্কিত খবর