ক্যারান-অর্জুনের লড়াইয়ে চূড়ান্ত নাকাল সচিন পুত্র! জন্মদিনের ২ দিন আগে বাবাকে বিশ্রী উপহার পুত্রের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ১৬ তম ওভারে যখন তিনি বল করতে আসছেন তখনও তিনি জানেন না যে তার জন্য কি দুঃস্বপ্ন অপেক্ষা করে রয়েছে। এর আগে গত ম্যাচের সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ভালো বোলিং করার আত্মবিশ্বাস তাকে ভালো জায়গায় রেখেছিল আজকের ম্যাচেও। পাওয়ার প্লে-তে ১ ওভার বোলিং করে মাত্র ৫ রান দিয়েছিলেন। এরপর নিজের দ্বিতীয় ওভারে সেট ওপেনার প্রভসিমরণ সিং-কে এলবিডব্লিউ করে ড্রেসিংরুমে ফিরিয়েছিলেন।

কিন্তু ১৬ তম ওভারে বিশেষজ্ঞ ব্যাটারদের বিরুদ্ধে নিজের কেরিয়ারে প্রথমবার বল করতে এসে যা হলো তার সাথে সেই অভিজ্ঞতা হয়তো জীবনে কোনওদিনও ভুলবেন না অর্জুন টেন্ডুলকার। নিজের ওই ওভারে খরচ করলেন ৩১ রান। পাঞ্জাব অধিনায়ক স্যাম ক্যারান ও হরপ্রীত ভাটিয়া একসঙ্গে তার যাবতীয় আত্মবিশ্বাস ধ্বংস করে দিলেন আজ। নিজের ৩ ওভারে ১ উইকেট নিয়ে ৪৮ রান খরচ করেছেন অর্জুন।

অবশ্য তিনি একা নন, মুম্বাই ইন্ডিয়ান্সের সমস্ত পেসারদের বিরুদ্ধে আজ পাঞ্জাবের বেশিরভাগ ব্যাটার হাত খুলে আক্রমণ করেছেন। বেহেরণডর্ফ (৩-০-৪১-১), ক্যামেরন গ্রিন (৪-০-৪১-২), চোট সারিয়ে ফেরা জোফ্রা আর্চার (৪-০-৪২-১) প্রত্যেকের উইকেট পেলেও আজ হাত খুলে রান খরচা করেছেন। তাদের বিরুদ্ধে শেষ পাঁচ ওভারে পঁচানব্বই রান তুলেছে পাঞ্জাবের লোয়ার মিডল অর্ডার।

শর্টকে হারানো সত্ত্বেও প্রভসিমরণ (২৬) ও অথর্ব (২৯) ভালো শুরু করে। কিন্তু মাঝের ওভার গুলোতে মুম্বাইয়ের স্পিনারদের দুর্দান্ত বোলিং পাঞ্জাব কিংসকে ব্যাকফুটে ফেলে দিয়েছিল। কিন্তু এরপর স্যাম ক্যারান (৫৫), হরপ্রীত ভাটিয়া (৪১), জিতেশ শর্মা (২৫) অসাধারণ ব্যাটিং করে ২১৩ রানের স্কোর অবধি পৌঁছে দেন প্রীতি জিন্টার দলকে।

মুম্বাইকে শুধুমাত্র লড়াইয়ে রেখেছে পীযুষ চাওলার বোলিং। অভিজ্ঞ স্পিনার আজ দুর্দান্ত বোলিং করে নিজের ৩ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ২ টি গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন। এক ওভারে দুটি উইকেট তুলে এক সময় পাঞ্জাবকে সত্যি সত্যিই পেছনের পায়ে ঠেলে দিয়েছিলেন তিনি।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর