বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বৃথা গেল সূর্যকুমার, ক্যামেরণ গ্রিনের লড়াই। শেষ ওভারে নিখুঁত ইয়র্কারে দুইবার স্টাম্প ভাঙলেন অর্শদীপ। আজ নিজের ৪ ওভারে মাত্র ২৯ রান দিয়ে ৪ উইকেট নিয়ে পার্পল ক্যাপ সাময়িক ভাবে দখল করে নিলেন পাঞ্জাবের তরুণ প্রতিভাবান বাঁ-হাতি তারকা। স্যাম ক্যারানের অসাধারণ ব্যাটিংয়ের পাশাপাশি অর্শদীপের দুর্দান্ত ডেথ বোলিংয়ে ভর করে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে নিজেদের চতুর্থ জয় তুলে নিলো পাঞ্জাব কিংস। আর আজকের এই ম্যাচের স্মৃতি যত তাড়াতাড়ি সম্ভব ভুলে যেতে চাইবেন অর্জুন টেন্ডুলকার। আজ ডেথ ওভারে নিজে বোলিং করতে এসে ১ ওভারে ৩১ রান দেন যা ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়।
অবশ্য তিনি একা নন, মুম্বাই ইন্ডিয়ান্সের সমস্ত পেসারদের বিরুদ্ধে আজ পাঞ্জাবের বেশিরভাগ ব্যাটার হাত খুলে আক্রমণ করেছেন। বেহেরণডর্ফ (৩-০-৪১-১), ক্যামেরন গ্রিন (৪-০-৪১-২), চোট সারিয়ে ফেরা জোফ্রা আর্চার (৪-০-৪২-১) প্রত্যেকের উইকেট পেলেও আজ হাত খুলে রান খরচা করেছেন। তাদের বিরুদ্ধে শেষ পাঁচ ওভারে ৯৫ রান তুলেছে পাঞ্জাবের লোয়ার মিডল অর্ডার।
শুরুতেই শর্টকে হারানো সত্ত্বেও প্রভসিমরণ (২৬) ও অথর্ব (২৯) ভালো শুরু করে। কিন্তু মাঝের ওভার গুলোতে মুম্বাইয়ের স্পিনারদের, মূলত পীযুষ চাওলার (৩-০-১৫-২) দুর্দান্ত বোলিং পাঞ্জাব কিংসকে ব্যাকফুটে ফেলে দিয়েছিল। কিন্তু এরপর স্যাম ক্যারান (৫৫), হরপ্রীত ভাটিয়া (৪১), জিতেশ শর্মা (২৫) অসাধারণ এবং আগ্রাসী ব্যাটিং করে ২১৩ রানের স্কোর অবধি পৌঁছে দেন প্রীতি জিন্টার দলকে।
এরপর রান তাড়া করতে নেমে অর্শদীপ সিং প্রথম ওভারেই ঈশান কিষানকে ফিরিয়ে দিলেও মুম্বাই অত্যন্ত আগ্রাসী ভঙ্গিতে শুরু করেছিল। ক্যামেরণ গ্রিন-কে সঙ্গী করে মারাত্মক আগ্রাসী ব্যাটিং শুরু করেন। কিন্তু ৯.৩ ওভারে ৮৪ রান তোলার পর তাকে বোকা বানিয়ে ড্রেসিংরুমে ফেরান লিভিংস্টোন। তবে এখানে লড়াই শেষ হয়নি।
এরপর সূর্যকুমার যাদব নিজের পরিচিত ছন্দে ফিরে আসেন। সঙ্গে নিজের আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যাচ্ছিলেন গ্রিন। কিন্তু অনেক রান খরচ করার পরেও ইলেশ ৬৭ রানের ব্যক্তিগত স্কোরে তার স্বদেশীয় গ্রিনকে ড্রেসিংরুমে পাঠান। ২৫ বলে ৫৭ রান করা সূর্যকুমারকে আউট করেন অর্শদীপ। তবে বিপদ তখনো পুরোপুরি কাটেনি, কারণ ক্রিজে ছিলেন টিম ডেভিডের মতো ব্যাটার। শেষ ওভারে জয়ের জন্য ১৬ রান প্রয়োজন ছিল মুম্বাইয়ের। তবে অর্শদীপের দুর্দান্ত বোলিংয়ের সৌজন্যে মাত্র ২ রান তুলতে পারে তারা। দুর্দান্ত জয় পেয়ে গত ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে উঠলো প্রীতি জিন্টার পাঞ্জাব।