বাংলাহান্ট ডেস্ক: চলতি বছরের ইদ সিনেপ্রেমীদের জন্য ধামাকাদার হতে চলেছে, এমনটাই ভেবেছিলেন সকলে। বলিউডে সলমন খান (Salman Khan), টলিউডে জিৎ (Jeet), দুই সুপারস্টার মুখোমুখি সংঘর্ষে নামলেন এই প্রথম বার। তাও আবার এই প্রথম কোনো বাংলা ছবি একই দিনে টলিউড এবং বলিউড দু জায়গাতেই মুক্তি পেল। তাই শুধু বাংলায় আটকে না থেকে বিভিন্ন রাজ্যে ঘুরে ছবির প্রচার করেছিলেন জিৎ। ফলাফল কী হল?
শুধু বলিউডে ‘কিসি কা ভাই কিসি কি জান’ নয়, টলিউডেও কয়েকটি বাংলা ছবির সামনে প্রতিযোগিতার মুখে পড়েছে জিতের ‘চেঙ্গিজ’। বক্স অফিসে কতটা প্রভাব ফেলতে পারল এই ছবি? প্রযোজনা সংস্থার তরফে কোনো অঙ্ক প্রকাশ করা না হলেও গুঞ্জন শোনা যাচ্ছে, সব মিলিয়ে প্রথম দিনে চেঙ্গিজের আয় মোট ৩৫-৪০ লক্ষ টাকা।
এখানে ২৫-৩০ লক্ষ টাকাই এসেছে বাংলার বক্স অফিস থেকে। বাকি ১০ লক্ষ উঠেছে হিন্দি বক্স অফিস থেকে, যা বলা বাহুল্য দমিয়ে দেওয়ার মতোই একটা অঙ্ক। সর্বভারতীয় স্তরে একই দিনে বাংলা ছবির হিন্দি ডাবড ভার্সন মুক্তি দেওয়া একটা বড় ঝুঁকি ছিল জিতের কাছে। তাও আবার যখন বিপরীতে সলমনের ছবি রয়েছে।
তবুও সেই ঝুঁকিটা তিনি নিয়েছেন। প্রথম দিনের ফল আশানুরূপ হয়নি ঠিকই, তবে বিপরীতে প্রতিপক্ষ ভাইজানও কিন্তু খুব একটা ভাল জায়গায় নেই। প্রথম দিনে মাত্র ১৪ কোটি টাকার ব্যবসা করে সবথেকে কম ওপেনিংয়ের রেকর্ড বানিয়েছে কিসি কা ভাই কিসি কি জান। ইদের বাজারে দুই ছবির হালই খারাপ হলেও টলিউডে জিৎ বেশি চাপের মধ্যে রয়েছে বলে মত সিনে বিশেষজ্ঞদের।
বক্স অফিসে তেমন ছাপ এখনো ফেলতে সক্ষম হয়নি চেঙ্গিজ। এদিকে বাংলার আরেক সুপারস্টার দেব মিঠুন চক্রবর্তীর সঙ্গে জুটি বেঁধে উপহার দিয়েছেন প্রজাপতির মতো ব্লকবাস্টার ছবি। সেদিকে জিতের কেরিয়ারে হিট ছবির দেখা নেই বহুদিন হল। আগামীতে চেঙ্গিজ এই খরা কাটাতে পারবে কিনা সেটাই শুধু দেখার বিষয়।