বাংলা হান্ট ডেস্ক : আসন্ন পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election 2023)। আর তার পরই ডঙ্কা বাজবে আগামী লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024)। এই নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে সব দলই। কোন দল কতগুলি আসন পাবে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। এরই মধ্যে সামনে এল বাংলা হান্ট (Bangla Hunt) এবং পোলস্ট্রীটের (Polstreet) যৌথ সমীক্ষা। রিপোর্টে দেখা যাচ্ছে চাঞ্চল্যকর তথ্য।
বাংলা হান্ট এবং পোলস্ট্রীটের সমীক্ষায় দেখা যাচ্ছে গত বারের থেকে আসন সংখ্যা বাড়ছে বিজেপির।বিজেপি এবার দখল করতে চলেছে ২৩টি আসন। অপরদিকে আসন সংখ্যা কমবে তৃণমূলের। গতবারে বামেরা নেমে গিয়েছিল শূন্যে। এই সমীক্ষায় তাদের ঝুলিতে থাকছে ২টি আসন। কংগ্রেসের গতবারের আসন সংখ্যা ছিল দুটি। এই বছর সেখান থেকে কমে আসন হবে ১টি।
২০১৯ এর লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা ছিল ২২ টি। বাংলা হান্ট পোলস্ট্রীটের সমীক্ষা অনুসারে সেই আসন সংখ্যা কমে দাঁড়াবে ১৬তে। সমীক্ষার রিপোর্টে দেখা যাচ্ছে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে গতবছর তৃণমূল জিতলেও এই বছর তা যাবে বিজেপির ঝুলিতে।
একই ফল হবে মথুরাপুরে। তৃণমূলের জেতা আসন চলে যাবে বিজেপির খাতায়। আশ্চর্যজনক ভাবে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের উত্তর কলকাতার আসনটিও হাতছাড়া হতে চলেছে তৃণমূলের। অনুব্রত মণ্ডলের গড় বীরভূমের আসনটিও চলে যাবে বিজেপির ঝুলিতে।
অপরদিকে পূর্ব বর্ধমান এবং যাদবপুরের লোকসভা আসনদুটি ছিল তৃণমূলের দখলে। সেই দুটি আসন এবার জিততে পারে বাম প্রার্থীরা। শূণ্য থেকে দুই। নতুন ইনিংস শুরু করতে পারে বামেরা। অন্যদিকে অর্জুন সিং এর গড় ব্যারাকপুর হাতাছাড়া হবে বিজেপির। সেখানে তৃণমূল প্রার্থী হিসাবে অর্জুন সিংকে মাৎ দিতে পারবে না বিজেপি। অপর দিকে হুগলির আসনটিও এবার যেতে পারে তৃণমূলের খাতায়।