জোড়া খাসির মাংস, সাথে গরম ভাত! CBI জেরা শেষ হতেই কর্মীদের নিয়ে বিশাল ভূরিভোজ তাপসের

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতিকাণ্ডে শুক্রবার তেহট্টের তৃণমূল বিধায়ক (TMC MLA) তাপস সাহার (Tapas Saha) বাড়িতে হানা দেয় সিবিআই (CBI)। তাপসবাবুর বাড়ি ও কার্যালয়ে দীর্ঘ তল্লাশির পর খালিহাতেই ফিরে গিয়েছেন আধিকারিকরা। আর তাতেই আপাতত মনের আনন্দে বিধায়ক মশাই। সন্ধেয় দলীয় কার্যালয়ের সামনে একেবারে এলাহি ভূরিভোজের আয়োজন, এলাহি খাওয়াদাওয়া। নিজে হাতেই মাংস-ভাত পরিবেশন করলেন বিধায়ক।

প্রসঙ্গত, সম্প্রতি তাপস সাহার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। এরপরেই দলবল নিয়ে বিধায়কের বাড়িতে পৌঁছে যান তদন্তকারী অফিসাররা। বিকেল ৩টের কিছু পরে সেখানে যান তারা। বিধায়ককে তার কার্যালয়ে বসিয়ে টানা জেরার পাশাপাশি তার কার্যালয়ে বিভিন্ন জিনিস খতিয়ে দেখে সিবিআই। তাপসবাবুর ২ টি ফোন-সহ একাধিক নথি নেন তদন্তকারীরা। তবে পরদিন সকালেই তল্লাশি শেষ করে ফিরে যান তদন্তকারীরা।

সিবিআই বাড়ি থাকাকালীন বিধায়ককে বিদ্ধস্ত দেখালেও তারা বেরিয়ে যেতেই খোশমেজাজে তেহট্টের বিধায়ক। আধিকারিকরা বেরিয়ে যেতে তাপস সাহা ছুটে যান ফোন কিনতে। ফোন কিনে কাজ সারার পর সন্ধ্যায় চলে ভোজন। আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে দলীয় কর্মীদের এদিন বার্তাও দেন বিধায়ক। ইদের শুভেচ্ছা বিনিময়ও করেন তাদের সঙ্গে।

গতকালের এলাহি ভূরিভোজের ব্যবস্থাকে অবশ্য ঈদ উপলক্ষেই খাওয়াদাওয়া বলেই দাবি করেন বিধায়ক। জানা যায়, ঈদের দিন বিধায়ক সাধারণ মানুষকে খাওয়ানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন। দলীয় কর্মীদের উদ্যোগে দুটি গোটা খাসির মাংস দিয়ে চলে ছোটখাটো পিকনিক মতন।

tapas saha

বিধায়কের কার্যালয়ের সামনেই চেয়ার-টেবিল পেতে আয়োজন হয় খাওয়াদাওয়ার। বিধায়ক নিজের হাতে সকলকে পরিবেশন করেন খাওয়ান। যদিও ঈদ উপলক্ষে এই খাওয়া দাওয়া বলা হলেও অনেকেরই মত তবে আপাতত সিবিআই এর হাত থেকে রেহাই পেয়েই উদযাপন করেন বিধায়ক ও তার কর্মীরা।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর