বাংলাহান্ট ডেস্ক: রবীন্দ্র জয়ন্তীর আগে ফের বাংলা সফরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বিজেপির তরফে আয়োজিত রবীন্দ্র সন্ধ্যায় অংশ নিতে চলেছেন তিনি। পাশাপাশি জোড়াসাঁকো ঠাকুরবাড়িতেও আয়োজিত অনুষ্ঠানে দেখা যেতে পারে তাঁকে। শাহের জন্য রাজকীয় আয়োজনে থাকছে বিরাট চমক। স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে নৃত্য পরিবেশনের জন্য বেছে নেওয়া হয়েছে টলিউড কুইন ঋতুপর্ণা সেনগুপ্তকে (Rituparna Sengupta)।
সূত্রের খবর মানলে, ৮ মার্চ বাংলা সফরে আসতে চলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার পরের দিনই বাংলা ক্যালেন্ডারের তারিখ অনুযায়ী ২৫ শে বৈশাখ, কবিগুরুর জন্মদিন। তাই রাজনৈতিক মহল মনে করছেন, এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।
জানা যাচ্ছে, ৮ মার্চ বাংলায় পা রেখে আগে মুর্শিদাবাদ যাবেন অমিত শাহ। সেখানে রাজনৈতিক সভা রয়েছে তাঁর। পরের দিন অবশ্য সাংষ্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন শাহ। প্রথমে জোড়াসাঁকোয় যাবেন তিনি। কবিগুরুর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানানোর পর ওই দিন সন্ধ্যাতেই সায়েন্স সিটির অডিটোরিয়ামে আয়োজিত বিজেপির রবীন্দ্র সন্ধ্যায় দেখা মিলবে স্বরাষ্ট্রমন্ত্রীর।
বিজেপির রাজ্যসভার প্রাক্তন সাংসদ স্বপন দাশগুপ্তর প্রতিষ্ঠান ‘খোলা হাওয়া’র তরফে আয়োজিত সাংষ্কৃতিক সন্ধ্যায় থাকে একসে বড় কর এক চমক। এই রবীন্দ্র সন্ধ্যায় নৃত্য পরিবেশন করতে চলেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, তনুশ্রী শংকররা। পাশাপাশি থাকবেন সঙ্গীতশিল্পী সোমলতা আচার্য ও অন্যান্য শিল্পীরাও। অনুষ্ঠানে অমিত শাহের সঙ্গেই দেখা যাবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও।
এর আগে একাধিক বার বঙ্গ সফরে এসেছেন অমিত শাহ। বিভিন্ন জেলায় কর্মসূচি করেছেন। অদূর ভবিষ্যতে পঞ্চায়েত এবং লোকসভা ভোটের দামামা বাজতে চলেছে। আর এবারে বাংলার প্রতি বিজেপি নেতৃত্বের যে শ্যেণ দৃষ্টি রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। তাই বিজেপি ফের বাঙালির রবীন্দ্র আবেগকে কাজে লাগানোর চেষ্টা করছে বলেই মত রাজনৈতিক মহলের।
এর আগে শাহের বাংলা সফরকালীন অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় জায়া নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়। বিষয়টা নিয়ে ব্যাপক চর্চাও হয়েছিল। এবারে নামটা বদলে হয়েছে ঋতুপর্ণা সেনগুপ্ত। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি টলিউড নায়িকা।