বিয়ের এক বছরের মাথাতেই আসছে প্রথম সন্তান, অন্তঃসত্ত্বা ক্যাটরিনা! অভিনেত্রীর ছবি দেখে জোর চর্চা নেটদুনিয়ায়

বাংলাহান্ট ডেস্ক : বলিউড (Bollywood) জগতের সেরা অভিনেত্রীদের তালিকায় রয়েছেন ক্যাটরিনা কইফ (Katrina Kaif)। মাত্র কয়েকদিন আগেই তিনি সাত পাকে বাঁধা পড়েছেন অভিনেতা ভিকি কৌশলের (Vicky Kaushal)-র সঙ্গে। বর্তমানে অভিনয় এবং বৈবাহিক জীবন একাই হাতেই সামলাচ্ছেন এই অভিনেত্রী।

খুব শীঘ্রই সলমান খানের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হতে চলেছেন ক্যাটরিনা। আর তার আগে ঈদ উপলক্ষে তিনি হাজির হলেন সলমান খানের বোন অর্পিতা খানের বাড়িতে। প্রতি বছরের মত এবছরও অর্পিতার বাড়িতে হাজির ছিলেন বলি দুনিয়ার তারকারা।

Katrina Kaif

অর্পিতার বাড়িতে ক্যাটরিনা উপস্থিত হওয়ার পর থেকেই শুরু হয়েছে জোর জল্পনা। নেট দুনিয়ায় কান পাতলেই শোনা যাচ্ছে অন্তঃসত্ত্বা অভিনেত্রী। যদিও এই প্রথম নয়। ভিকি কৌশলের সঙ্গে বিয়ের পর থেকে উঠেছে এই একই গুঞ্জন। যদিও আদৌ এই গুঞ্জন সত্যি? এই উত্তর পেতে গেলে অবশ্যই অপেক্ষা করতে হবে।

ঘটনার সূত্রপাত সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর ভিডিও পোস্ট হওয়ার পর থেকে। এদিন একেবারে ঢিলে ঢালা পোশাক পরেই অর্পিতার বাড়িতে হাজির হয়েছিলেন ক্যাটরিনা। অভিনেত্রীর এহেন পোশাক দেখে নেট দুনিয়ার একাংশের মতামত, অন্তঃসত্ত্বা অভিনেত্রী।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর ভিডিও প্রকাশ্যে আসতেই বইতে শুরু করেছে কমেন্টের বন্যা। একজন লিখেছেন, ‘ক্যাটরিনাকে দেখেই মনে হচ্ছে তিনি সন্তান সম্ভবা’। অন্য আরেকজন লিখলেন, ‘আজকাল সোশ্যাল মিডিয়ায় খুব একটা বেশি দেখা যাচ্ছে না ক্যাটরিনাকে। কেবলমাত্র শরীরচর্চা কেন্দ্রের বাইরেই দেখা মিলছে অভিনেত্রীর’।

Katrina Kaif

উল্লেখ্য, খুব শীঘ্রই অভিনেত্রীকে দেখা যাবে ‘মেরি ক্রিসমাস’ ছবিতে। পরিচালনার দায়িত্বে রয়েছেন শ্রীরাম রাঘবন। কাহিনী অনুযায়ী যে চরিত্রটি দেওয়া হয়েছে অভিনেত্রীকে তাতে তিনি পাবেন মাতৃত্বের স্বাদ। আর এবার বাস্তবেও ঘটতে চলেছে সেই একই ঘটনা। এমনটাই মতামত অধিকাংশ নেটিজেনের।

additiya

সম্পর্কিত খবর