ব্যাটার কোহলি ব্যর্থ হলেও নেতা কোহলির মারণাস্ত্র, ম্যাড ম্যাক্সের দাপটে রাজস্থানকে হারিয়ে দুরন্ত জয় RCB-র  

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ দুরন্ত জয় পেল বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। চলতি মরশুমে অসাধারণ ফর্মে থাকা রাজস্থান রয়্যালসকে নিজেদের ঘরের মাঠে হারিয়ে টপ ফোরের দৌড়ে প্রবলভাবে ফিরে এলেন। বিরাট কোহলি ব্যর্থ হলেও এই মুহূর্তে অধিনায়কের দায়িত্ব পালন করতে না পেরে শুধুমাত্র ব্যাটিং করে সন্তুষ্ট থাকা ফ্যাফ দু প্লেসিস ও অজি পিঞ্চ হিটার গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাট এবং মহম্মদ সিরাজ ও উইলির দুর্দান্ত বোলিংয়ে ভর করে সঞ্জু স্যামসনদের হারালো আরসিবি।

আজও দু প্লেসিসের চোটের কারণে দলের অধিনায়কত্বের দায়িত্ব ছিল বিরাট কোহলির ওপরই। আরসিবি টসে হারার পর ব্যাটিং করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে গিয়েছিল বিরাট কোহলিকে হারিয়ে। নতুন বল হাতে নিজের সাফল্যের ধারা অব্যাহত রেখে প্রথম বলেই আরসিবি অধিনায়ককে এলবিডব্লিউ করে ড্রেসিংরুমে ফেরত পাঠিয়েছিলেন কিউয়ি পেসার ট্রেন্ট বোল্ট। কিন্তু তারপর ব্যাঙ্গালোরে শুরু হয়েছিল ম্যাড ম্যাক্স ঝড়।

আরসিবির অভিজ্ঞ ওপেনার ফ্যাফ দু প্লেসিসও (৩৯ বলে ৬২) যথেষ্ট আক্রমণাত্মক ব্যাটিং করেছেন। গত কয়েক ম্যাচ ধরে অসাধারণ ধারাবাহিকতা প্রদর্শন করছেন তিনি। কিন্তু ম্যাক্সওয়েলের তান্ডবের সামনে যেন সবকিছুই ফিকে হয়ে যাচ্ছিল। তার ৪৪ বলে ছয়টি চার এবং চারটি ছক্কা সহযোগী করা ৭৭ রানের ইনিংসে ভর করে স্কোরবোর্ডে ১৮৯ রান তুলতে পেরেছিল আরসিবি। বোল্ট এবং সন্দীপ শর্মা দুজনেই দুটি করে উইকেট নিলেও অনেকটা রান খরচ করে ফেলেছিলেন নিজেদের পরের দিকের ওভার গুলিতে। রিপন বোলিং করে এক উইকেট নিয়েছিলেন যুজবেন্দ্র চাহাল।

maxwell du plessis

এরপর রাজস্থানের ইনিংসের শুরুতেই বিপজ্জনক ইংলিশ ওপেনার বাটলারকে ড্রেসিংরুমে ফেরত পাঠিয়ে নিজের আদর্শ ক্রীড়াবিদ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতন সেলিব্রেশন করেন সিরাজ। তবে তার দুর্দান্ত বোলিং সত্বেও আরসিবি ভক্তদের আনন্দে বেশ কিছুটা জল ঢেলে দিয়েছিলেন দেবদত্ত পাডিকল (৫২) এবং যশস্বী জয়সওয়াল (৪৭)। তাদের ৯৮ রানের পার্টনারশিপ রীতিমত বেকায়দায় ফেলে দিয়েছিল ব্যাঙ্গালোরকে।

এরপর ম্যাচের শেষ দিকের ওভার গুলিতে নিয়মিতভাবে উইকেট তুলে প্রতিপক্ষকে চাপে রাখতে থাকে আরসিবি। পার্নেলের জায়গায় আজ দলে ফেরার ডেভিড উইলি (১/২৬) অত্যন্ত কৃপণ বোলিং করে আরসিবিকে ম্যাচে ফিরিয়ে নিয়ে আসেন। শেষ ওভারে চতুর বোলিং করেন হর্ষল প্যাটেলও। আজ নিজের ৪ ওভারে ৩২ রান দিয়ে ৩ টি উইকেট নিয়েছেন তিনি। ধ্রুব জোরেল ১৬ বলে ৩৪ রানের একটা ইনিংস খেলে চেষ্টা করেছিলেন ঠিকই কিন্তু সেটা যথেষ্ট ছিল না জয়ের জন্য। শেষ পর্যন্ত সাত রানের ব্যবধানে জয় পায় আরসিবি। তবে খারাপ রান্নাট এর কারণে ৮ পয়েন্ট নিয়েও আপাতত টেবিলের ৫ নম্বরই রয়েছেন তারা।।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর