বলিউডে পা রেখেই বড়সড় সাফল্য জিৎ-এর, ইদের দিন ঘরে এল কোটি টাকা

বাংলাহান্ট ডেস্ক : ইদের আগেই বড় পর্দায় মুক্তি পেয়েছে টলিউড (Tollywood) সুপারস্টার জিৎ অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ‘চেঙ্গিজ’ (Chengiz)। এই ছবির হাত ধরেই বলিউডে পা রাখলেন জনপ্রিয় এই অভিনেতা। বাংলা, হিন্দি সহ আরও বেশ কয়েকটি ভাষাতে মুক্তি পেয়েছে এই ছবি। যদিও প্রথম দিন অনুরাগীদের আশানুরূপ ফল করতে পারেনি ‘চেঙ্গিজ’।

তবে দ্বিতীয় দিনেই বাজিমাত। ঈদের দিন কোটি টাকা ঘরে তুলল জিৎ-সুস্মিতা অভিনীত এই ছবি। কাতারে কাতারে দর্শক ভিড় জমালেন সিনেমা হলে। ঈদে বলিউড সুপারস্টার সলমান খানকে টক্কর দেওয়া সহজ হবে না জেনেও আদা জল খেয়ে ময়দানে নেমেছিলেন জিৎ। ভক্তদের ওপর রেখেছিলেন আস্থা।

Chengiz

কেবলমাত্র বাংলায় নয়। প্যান ইন্ডিয়ার এই ছবি মুক্তি পেয়েছে সারাদেশে। ছবির প্রচারেও কোনরকম খামতি রাখেননি জিৎ-সুস্মিতা সহ অন্যান্যরা। তবে ছবি মুক্তির দিন আয় হয়েছিল মাত্র ৩৫-৪০ লক্ষ টাকা। তবে দ্বিতীয় দিনে সেই আয় এক লাফে বেড়ে গেল ১৭১ শতাংশ। যা রীতিমতো অবাক করে দিয়েছে সব মহলকেই।

Chengiz

সূত্র মারফত জানা যাচ্ছে, দ্বিতীয় দিন অর্থাৎ ঈদের দিন এই ছবির মোট আয় হয়েছে ৯৫ লক্ষ টাকার কাছাকাছি। কেবলমাত্র হিন্দি বলয় থেকেই আয় হয়েছে ৩৫ লক্ষ টাকা। বাংলা থেকে মিলেছে ৬০ লক্ষ টাকার ব্যবসা। দ্বিতীয় দিনের এই আয় অভিনেতা সহ গোটা ‘চেঙ্গিস’ টিমকে যে অনেকটাই বেশি স্বস্তি দেবে সে কথা বলা বাহুল্য। এক কথায় বলতে গেলে মাত্র দুদিনে এই ছবি ঘরে এনেছে ১ কোটি ৩০ লক্ষ টাকার কাছাকাছি।

Chengiz

তবে কেবলমাত্র ‘চেঙ্গিস’ নয়। ঈদে বড়সড় সাফল্য পেয়েছে সলমান খান অভিনীত ছবি ‘ ‘কিসি কা ভাই কিসি কা জান’। দুদিনে এই ছবি ব্যবসা করেছে প্রায় ৪১.৫৬ কোটি টাকা। দ্বিতীয় দিনের ছবির আয় বেড়েছে ৬৩ শতাংশ। অর্থাৎ হিসেবের নিরিখে সলমানের চাইতে অনেকটাই এগিয়ে রয়েছেন জিৎ।

Jeet-Salman

তবে জানা যাচ্ছে, জিতের আসল লড়াই কিন্তু সলমানের সঙ্গে নয়। এই লড়াই টলিউড অভিনেতা দেবের সঙ্গে। গতবছরের শেষের দিকে মুক্তি পাওয়া ছবি ‘প্রজাপতি’ নয়া রেকর্ড গড়েছে। ঘরে এনেছে ১০ কোটি টাকারও বেশি। আর টলিউডের এই রেকর্ড ভাঙতে মরিয়া জিৎ। তবে শেষ পর্যন্ত তিনি রেকর্ড ভাঙতে পারেন কিনা তা জানা যাবে সঠিক সময়।

additiya

সম্পর্কিত খবর