বাংলা হান্ট ডেস্কঃ পঞ্চায়েত ভোটের (Panchayat Vote) আগে আটঘাট বেঁধে ময়দানে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। জোর কদমে চলছে জয়ের প্রস্তুতি। আর শাসকদলের ক্ষেত্রে সেই প্রস্তুতি কিছুটা হলেও বেশি পরিলক্ষিত হচ্ছে। পঞ্চায়েতের আগে ‘তৃণমূলের নবজোয়ার’ এই নতুন কর্মসূচির উদ্বোধন করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আগামী মঙ্গলবার কোচবিহার থেকে এই কর্মসূচির শুভ সূচনা। সেই নিয়েই যখন তোড়জোড় তুঙ্গে ঠিক তার আগে কোচবিহারের হাজারের অধিক কর্মী তৃণমূল (Trinamool) কংগ্রেস ছেড়ে যোগ দিলেন বিজেপিতে (BJP)।
সূত্রের খবর, কোচবিহারের (Coochbehar) মেখলিগঞ্জে তৃণমূলের দুই পঞ্চায়েত সমিতির সদস্য সহ প্রায় এক হাজার কর্মী শাসকদল ছেড়ে বিজেপিতে নাম লিখিয়েছেন। মেখলিগঞ্জ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মৃত্যুঞ্জয় রায় ও পঞ্চায়েত সমিতির সদস্য সঞ্জীব চন্দ্র রায় গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন। পঞ্চায়েত ভোটের মুখে পঞ্চায়েত সদস্য সহ এত সদস্যের বিরোধী পক্ষে যোগ দেওয়ায় যথেষ্টই অস্বস্তিতে শাসকদল।
রবিবার, মেখলিগঞ্জের ধূলিয়াবাজারে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) উপস্থিতিতে এক যোগদান সভার আয়োজন করে স্থানীয় বিজেপি নেতৃত্ব। সেই যোগদান কর্মসূচিতেই দিলীপ বাবুর হাত ধরে মেখলিগঞ্জের দুজন তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্য সহ কর্মীরা যোগ দিলেন বিজেপিতে। তৃণমূলে লাগাতার হতে থাকা দুর্নীতির বিরুদ্ধে লড়তেই তারা দলত্যাগ করেছেন বলে ক্ষোভ উগরে দেন।
ভোট পূর্বে একদিকে যেমন চলছে সভা, জনসভা, প্রস্তুতি ঠিক তেমনি পাল্লা দিয়ে চলছে দল বদল। প্রসঙ্গত, কিছুদিন আগেই কোচবিহারের দিনহাটা কেন্দ্রের ভেটাগুড়ি পঞ্চায়েত এলাকায় প্রচুর মানুষ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। পাশাপাশি কেন্দ্রীয় প্ৰতিমন্ত্রী নিশীথ প্রামানিকের হাত ধরে বিজেপিতে যোগ দেন দুশোর বেশি কর্মী। সব মিলিয়ে এবারের পঞ্চায়েত ভোতে উত্তরবঙ্গের শাসকদলকে বেশ বেগ পেতে হবে বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।