থাকবেন তাঁবুতে, অভিষেকের ঘর ছাড়ার আগে ‘শুভনন্দন” জানালেন মমতা

বাংলা হান্ট ডেস্ক : এসে গেল সেই দিন। কর্মসূচি ঘোষণার দিনই অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) জানিয়েছিলেন, দু’মাস তিনি ঘরে ফিরবেন না। আজ সোমবার দু’মাসের জন্য বাড়ি থেকে বের হয়ে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তার আগে ‘তৃণমূলে নব জোয়ার’ কর্মসূচি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) টুইট করে অভিনন্দন জানালেন অভিষেককে।

মুখ্যমন্ত্রীর ওই টুইটই রিটুইট করে অভিষেক লেখেন, ‘ধন্যবাদ দিদি। আমাদের সংকল্প তোমার সামাজিক প্রকল্পগুলি জাতি, ধর্ম, বর্ণ, রাজনীতির ঊর্ধ্বে উঠে সবার কাছে পৌঁছে দেওয়া। বাংলাকে যাতে সবাই অনুসরণ করে সেই কাজ আমরা চালিয়ে যাব।’

আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে অভিষেকের নেতৃত্বে তৃণমূল কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত জনসংযোগ যাত্রা শুরু করতে চলেছে। সেই কর্মসূচিতে জনসংযোগ, সভার সঙ্গেই পঞ্চায়েত ভোটে প্রার্থীও ঠিক করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

জানা যাচ্ছে, জনসভার পরে প্রতিটি জেলায় এক বা একাধিক দিনে বুথ সভাপতি থেকে জেলাস্তরের নেতা ও সমাজের গণ্যমান্য বক্তিদের ডাকা হবে। তারপর গোপন ব্যালটে তাঁদের থেকে জানতে চাওয়া হবে, কোন এলাকায়, পঞ্চায়েতের কোন স্তরে কাদের প্রার্থী চান তাঁরা। সেই ভোটের পর প্রার্থী চূড়ান্ত করার ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় ২২ জনের একটি কমিটিও গড়ে দিয়েছেন। এই কমিটির দায়িত্বে রয়েছেন রাজ্য সভাপতি সুব্রত বক্সী

তৃণমূলের এই কর্মসূচি পুরদস্তুর সাংগঠনিক। কিন্তু যাত্রা শুরুর আগে মমতা ও অভিষেকের টুইট স্পষ্ট করে দিয়েছে, সরকারি পরিষেবামূলক প্রকল্পগুলিকে মানুষের দুয়ারে পৌঁছে দেওয়াই এখন তৃণমূলের মূল সাংগঠনিক লক্ষ্য। এর আগে দিদির দূত কর্মসূচির মাধ্যমে অভাব-অভিযোগ শোনা, জনপ্রতিনিধিদের এলাকায় পাঠানোর কর্মসূচি করেছে শাসকদল। অনেক জায়গায় সেই কর্মসূচি এখনও চলছে। তার পাশাপাশি তৃণমূলে নব জোয়ার কর্মসূচি শুরু করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।


Sudipto

সম্পর্কিত খবর