বাংলা হান্ট নিউজ ডেস্কঃ জমে উঠেছে চলতি আইপিএল (IPL 2023)। একাধিক তারকা চলতি মরশুমে এমন কিছু কীর্তি করছেন যা দেখে দর্শকরা মুক্ত হচ্ছেন। সেই সঙ্গে আইপিএলের নতুন কিছু নিয়ম প্রতিযোগিতাটিকে আরো আকর্ষণীয় করে তুলেছে। প্রায় প্রতিদিনই বেশ কিছু হাড্ডাহাড্ডি ম্যাচ উপহার পাচ্ছেন ভক্তরা। গত তিন বছরের আতঙ্ক কাটিয়ে ফের একবার সুস্থ স্বাভাবিকভাবে এই টুর্নামেন্ট আয়োজিত হওয়ায় খুশি ক্রিকেটপ্রেমীরা।
আইপিএলে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে বেশ কিছু তারকা, যাদেরকে বিশাল অঙ্কের টাকা খরচ করে ফ্র্যাঞ্চাইজিগুলি নিজেদের দলে সামিল করেছে তারা গুরুত্বপূর্ণ সময়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে ব্যর্থ হচ্ছে। আবার এমন কিছু ক্রিকেটার রয়েছেন যাদের নিয়ে কারোর বেশি আশা ছিল না এবং নামমাত্র খরচে তাদের দলের সামিল করা হয়েছিল। কিন্তু দলের প্রয়োজনের সময় তারাই দুরন্ত পারফরম্যান্স করে দলের সম্মান রক্ষা করছেন। এমন তিন তারকাকে নিয়েই আজকের এই প্রতিবেদন।
● রিঙ্কু সিং: গত আইপিএল থেকেই দুর্দান্ত ছন্দে রয়েছেন এই কেকেআর তারকা। মাত্র ৫৫ লক্ষ টাকায় তাকে গতবার দলে নিয়েছিল নাইট ম্যানেজমেন্ট। বর্তমানে তিনি দলের সম্পদ হয়ে উঠেছেন এবং একাধিক ক্ষেত্রে দেখা যাচ্ছে তিনি একক সৈনিক হয়ে লড়াই করছেন। তার বুদ্ধিদীপ্ত ও পরিণত ব্যাটিং মুগ্ধ করছে ক্রিকেটপ্রেমীদের।
● অজিঙ্কা রাহানে: ধরেই নেওয়া হয়েছিল যে তার ক্রিকেট ক্যারিয়ার প্রায় শেষ হয়ে এসেছে। কিন্তু চলতি মরশুমে যে রূপে রাহানে আত্মপ্রকাশ করেছেন তা দেখার কথা কোন ক্রিকেটপ্রেমী কল্পনাই করতে পারেননি। চেন্নাই সুপার কিংসের জার্সি গায়ে তিনি হয়ে উঠেছেন একজন বিধ্বংসী ব্যাটার। এই মুহূর্তে ধোনিরা যে পয়েন্টস টেবিলের শীর্ষে রয়েছেন তার পেছনে একটা গুরুত্বপূর্ণ কারণ হলো অজিঙ্কা রাহানের অসাধারণ ব্যাটিং। কিন্তু তাকে কিনতে সিএসকে ম্যানেজমেন্টের খরচ হয়েছিল মাত্র ৫০ লক্ষ টাকা।
● মোহিত শর্মা: ভারতীয় ক্রিকেটের মূল স্রোত থেকে যেন হারিয়ে গিয়েছিলেন এই পেসার। কিছু বছর আগে তার একটি অপারেশন হওয়ার কারণে নিজের স্বাভাবিক বোলিং ক্ষমতা হারিয়েছিলেন কিছু সময়ের জন্য। এরপর আগের মরশুমে গুজরাট টাইটান্সের নেট বোলার হিসেবে যোগ দিয়েছিলেন দলে। চলতি মরসুমে তাকে মাত্র ৫০ লক্ষ টাকায় দলে নিয়েছিল ম্যানেজমেন্ট। প্রথমে তাকে খেলানোর কথা না ভাবলেও দলের প্রয়োজন এর সুযোগ দেওয়া মাত্রই দুর্দান্ত বোলিং করতে শুরু করেছেন এবং ইতিমধ্যেই গুজরাটকে দুটি ম্যাচ একক দক্ষতায় জিতিয়ে ম্যাচের সেরা হয়েছেন এই অভিজ্ঞ পেসার।