বাংলা হান্ট ডেস্ক : সর্বোচ্চ তাপমাত্রা নেমে গিয়েছে স্বাভাবিকের থেকে অনেকটা নিচে। কলকাতা-সহ (Kolkata Weather) বিভিন্ন জায়গায় দুদিনের মধ্যে তাপমাত্রার ফারাক প্রায় ৭ ডিগ্রির মতো। এই পরিস্থিতিতে আগামী ৪৮ ঘন্টায় রাজ্য জুড়েই কোথাও না কোথাও কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)।
এক নজরে আজকের আবহাওয়া :
সর্বোচ্চ তাপমাত্রা : ৩১.৬°সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৭.৯° সেলসিয়াস
আর্দ্রতা : ৭৮%
বাতাস : ১০ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৮৬%
কলকাতার আবহাওয়া : গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। সোমবার ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ গত ২৪ ঘণ্টায় ছিল ৪১-৮২ শতাংশ। মেঘ এবং ঝোড়ো হাওয়ার দাপটে আজ এবং আগামীকালও কলকাতা সহ সংলগ্ন এলাকার তাপমাত্রা একই রকম থাকবে। তবে আগামীতে বুধবার থেকেই ফের চড়বে পারদ। পরবর্তী দু’দিনে ৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গের আবহাওয়া : মঙ্গলবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলার কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বুধবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এর মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হাওয়ার বেগ একটু বেশি থাকার সম্ভাবনা। ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তুলনামূলকভাবে বাকি তিন জেলায় হাওয়ার গতিবেগ কিছুটা কম থাকবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া : দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের (thunderstorm) সম্ভাবনা রয়েছে। ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে। দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা এবং ঝাড়্গ্রামে বুধবার ঝড় বৃষ্টি হতে পারে। তবে আগামী ২৪ ঘণ্টাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। দক্ষিণের কোনও কোনও জায়গায় কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে।
আগামীকালের আবহাওয়া : ঘূর্ণাবর্তের প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে। তার ফলেই বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া। আবহাওয়ার স্বস্তি ঠিক কত দিন স্থায়ী হবে তা নিয়েও রয়েছে প্রশ্ন। তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার থেকে রাজ্যে আবারও তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে শুষ্ক আবহাওয়া ফেরার সম্ভাবনা। তবে এবার বর্ষা কেমন হতে পারে তা মে মাসের শেষের দিকে নির্দিষ্ট করে বলা সম্ভব হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।