বাংলা হান্ট ডেস্ক : ফের খ্রিস্টান ধর্ম থেকে সনাতন ধর্মে ফিরে আসার ঘটনা। এবার ছত্তিসগড়ে (Chhattisgarh) ১০০টি পরিবারে ‘ঘর ওয়াপসি’র (Ghar Wapsi) ঘটনা সামনে এল। ২৩ এপ্রিল বিশেষ শুদ্ধি অনুষ্ঠানের মাধ্যমে ১০০টি পরিবারের শতাধিক মানুষ এদিন গ্রহণ করলেন হিন্দু ধর্ম।
সংবাদমাধ্যম সূত্রে খবর গত ২৩ এপ্রিল রবিবার ছত্তিসগড় রাজ্যের দুর্গ জেলায় বেচ কয়েকটি হিন্দু সংগঠনের মিলিত উদ্যোগে ‘রাষ্ট্র রক্ষা মহাসম্মেলন’ এবং ‘বিশ্ব কল্যাণ মহাযজ্ঞ’-র আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিন্দুত্ববাদী নেতা প্রবল প্রতাপ সিং জুদেব।
धर्मो रक्षति रक्षितः🚩
आज दुर्ग (छत्तीसगढ़) में सर्वहितकारिणी मानव सेवा संस्थान एवं समस्त हिन्दू संगठनों के संयुंक्त तत्वावधान में आयोजित राष्ट्र रक्षा महासम्मेलन एवं विश्व कल्याण महायज्ञ मे 100 परिवारों के सदस्यों के पाव पखारकर सनातन धर्म में कराई घर वापसी । @KapilMishra_IND pic.twitter.com/ARBQWL8Wks— Prabal Pratap Singh Judev (@prabaljudevBJP) April 23, 2023
এই অনুষ্ঠানেই ওই ১০০ পরিবারের কয়েকশ মানুষকে ফিরিয়ে আনা হয় সনাতন ধর্মে। প্রবল প্রতাপ সিং জুদেব নিজেই সনাতন ধর্মে ফিরতে ইচ্ছুক মানুষেদর পা ধুইয়ে দেন। তারপর তাঁরা শুদ্ধি যজ্ঞের মাধ্যমে আহুতি দিয়ে হিন্দু ধর্ম গ্রহণ করেন।
কয়েক মাস আগে অসমেও একই ঘটনা ঘটে। ধর্মান্তরিত হয়ে খ্রীস্টান হওয়া প্রায় ১৪২ জন সনাতন ধর্ম গ্রহণ করেন। ঘর ওয়াপসি অনুষ্ঠানে হিন্দু ধর্ম গ্রহণ করেন তাঁরা। ওই ঘর ওয়াপসি অনুষ্ঠানের আয়োজন করা হয় অসমের জাগিরোডের শোং তিওয়া গ্রামে। গোবা দেওরাজা রাজ পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করে। সেখানেই হয় ধর্মান্তরিত খ্রীস্টানদের হিন্দু ধর্মে ফিরে আসার প্রক্রিয়া।
অসমের তিওয়া উপজাতির প্রায় ১১০০ পরিবার হিন্দু ধর্মে ফিরে আসবে বলেও জানায় ওই সংগঠন। এই উপজাতি পরিবারগুলিকে অতীতে খ্রীস্টান ধর্মে দীক্ষিত করা হয়েছিল বলে অভিযোগ সামনে আসে। তার আগে ছত্তীসগঢ়ের মহাসমুন্দে ৩০০ পরিবারের প্রায় ১১০০ জন হিন্দু ধর্মে ফিরে এসেছিলেন। আর এবার দুর্গ জেলায় ১০০ হিন্দু পরিবারের ঘর ওয়াপসির ঘটনা ঘটল।