বাংলাহান্ট ডেস্ক : সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Central Bank of India) সম্প্রতি দু কোটি টাকার নিচের স্থায়ী আমানতের উপর সুদের হার বৃদ্ধি করেছে। ব্যাঙ্কের পক্ষ থেকে বলা হয়েছে নতুন এই সুদের হার প্রযোজ্য হবে ১০ এপ্রিল,২০২৩ থেকে। টাকা জমানোর জন্য আমাদের দেশের অধিকাংশ মানুষ বেছে নেন ফিক্সড ডিপোজিট বা স্থায়ী আমানতকে।
বলা বাহুল্য, ফিক্সড ডিপোজিটে যেমন আপনার টাকা সুরক্ষিত থাকে তেমনই পাওয়া যায় মোটা অংকের সুদ। বর্তমানে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৭ দিন থেকে ১০ বছরের মেয়াদের ফিক্সড ডিপোজিট (এফডি)-এ অফার করছে ৪.০০ শতাংশ থেকে ৬.৭৫ শতাংশ সুদ। এক থেকে দুই বছরের মেয়াদের ফিক্সড ডিপোজিটে পাওয়া যাবে সর্বোচ্চ ৬.৭৫ শতাংশ সুদ। প্রবীণ নাগরিকরা এক্ষেত্রে পাবেন ৭.২৫ শতাংশ সুদ।
আসুন এক নজরে দেখে নেওয়া যাক সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বিভিন্ন মেয়াদের ফিক্সড ডিপোজিটে কত শতাংশ সুদ প্রদান করছে। ২ কোটি টাকার নিচে ৭ থেকে ১৪ দিনের জন্য স্থায়ী আমানতে এই ব্যাংক প্রদান করছে ৪ শতাংশ সুদ। ১৫ থেকে ৪৫ দিনের মেয়াদের স্থায়ী আমানতে পাওয়া যাবে ৪.২৫ শতাংশ সুদ। ৪৬ থেকে ৫৯ দিনের সুদের হার ৪.৫০ শতাংশ।
বার্ষিক ৫ শতাংশ সুদ মিলবে ৯১ থেকে ১৭৯ দিনের ফিক্সড ডিপোজিটে। ১৮০ থেকে ২৭০ দিনের মেয়াদের স্থায়ী আমানতে পাওয়া যাবে বার্ষিক ৫.৫০ শতাংশ সুদ। ৬.৭৫ শতাংশ সুদ পাওয়া যাবে ১২ মাস থেকে ২৪ মাসের কম মেয়াদের ফিক্সড ডিপোজিটে। ২৪ মাস থেকে ৩৬ মাসের কম মেয়াদের স্থায়ী আমানতে পাওয়া যাবে ৬.৫০ শতাংশ সুদ।
৬.২৫ শতাংশ সুদ পাওয়া যাবে ৩৬ মাস থেকে ৫ বছরের ফিক্সড ডিপোজিটে। পাঁচ বছর থেকে দশ বছরের স্থায়ী আমানতে পাওয়া যাবে ৬.২৫ শতাংশ সুদ। ফলে আপনি যদি ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ (Invest) করার পরিকল্পনা করেন, তাহলে এই সরকারি ব্যাঙ্কে (পাবলিক সেক্টর ব্যাঙ্ক) এফডিতে (Fixed Deposit) বিনিয়োগ করতে পারেন।