বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে গুজরাট টাইটান্স (Gujrat Titans) এবং মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। নিজেদের শেষ ম্যাচে অবিশ্বাস্য জয় পেয়ে হার্দিক পান্ডিয়ারা আত্মবিশ্বাসী। অপরদিকে টানা তিন ম্যাচ জয়ের পর নিজেদের শেষ ম্যাচে পাঞ্জাব কিংস এর বিরুদ্ধে হেরে কিছুটা চাপে রয়েছে রোহিত শর্মার মুম্বাই। এই ম্যাচ বাড়তি একটা গুরুত্ব পাচ্ছে ক্রিকেট প্রেমীদের কাছে কারণ এই ম্যাচে মুখোমুখি হবেন সারা টেন্ডুলকারের (Sara Tendulkar) ভাই অর্জুন টেন্ডুলকার (Arjun Tendulkar) এবং সারার সঙ্গেই সম্পর্কের গুজবে জড়িয়ে থাকা শুভমান গিল (Shubman Gill)। মুম্বাইয়ের হয়ে নতুন বল হাতে পাওয়ার প্লে-তে একটি ওভার করেই থাকেন অর্জুন। দিল গুজরাট টাইটান্সের হয়ে ব্যাট হাতে ওপেন করেন। স্কুলে অত ম্যাচের হরশ্রী পারফরম্যান্সের বড় যদি রোহিত শর্মা অর্জুনকে সুযোগ দেন তাহলে দুজনের সাক্ষাৎ হওয়াটা প্রায় নিশ্চিত।
আহমেদাবাদের পিচে বিশাল বড় রানের ম্যাচ হওয়ার সম্ভাবনা খুব বেশি নেই। ১৭০ থেকে ১৮০ রানের মধ্যেই হাড্ডাহাড্ডি ম্যাচ হওয়ার সম্ভাবনা। মে এর আগের ম্যাচ গুলির থেকে শিক্ষা নিয়ে টস জয়ী অধিনায়ক প্রথমে রান তাড়া করার সিদ্ধান্ত নেওয়াটাই যুক্তিযুক্ত বলে মনে করবেন বলে আশা করা হচ্ছে।
এই ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের তারকা অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের ওপর থাকছে অলরাউন্ড পারফরম্যান্স করে দলকে জয় এনে দেওয়ার দায়িত্ব। সেই সঙ্গে ফর্মে থাকা সূর্যকুমার যাদব এবং তিলক ভার্মার ওপরও নির্ভর করবে মুম্বাই। সেই সঙ্গে বল হাতে ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন অভিজ্ঞ স্পিনার পীযূষ চাওলা। গুজরাট টাইটান্সকে দুর্দান্ত স্টার্ট দেওয়ার দায়িত্ব থাকছে ঋদ্ধিমান সাহার ওপর। এর পাশাপাশি মোহিত শর্মা এবং রশিদ খানের উপরও অনেকটা আশা থাকবে গুজরাট সমর্থকদের।
সম্ভাব্য গুজরাট টাইটান্স একাদশ: ঋদ্ধিমান সাহা, শুভমান গিল, সাই সুদর্শন, হার্দিক পান্ডিয়া, অভিনব মনোহর, ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, আলঝারী জোসেফ, মহম্মদ শামি, মোহিত শর্মা
সম্ভাব্য মুম্বাই ইন্ডিয়ান্স একাদশ: রোহিত শর্মা, ঈশান কিষান, ক্যামেরন গ্রিন, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, টিম ডেভিড, নেহাল ওয়াহেদিয়া, জোফ্রা আর্চার, পীযুষ চাওলা, ঋত্বিক শওকিন, অর্জুন টেন্ডুলকার