বাংলাহান্ট ডেস্ক : দুই ছাত্রের উপস্থিত বুদ্ধির জন্য বড়ো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল আজিমগঞ্জ লোকাল। ট্রেনটি বীরভূমের (Birbhum) লোহাপুর স্টেশনে ঢোকার আগেই লক্ষ্য করা যায় লাইনের ফাটল। বেশ বড় সেই ফাটল লক্ষ্য করে দুই ছাত্র। এরপর তারা খবর দেয় রেল রক্ষীকে। এরপর কর্তৃপক্ষের সাথে কথা বলে থামিয়ে দেওয়া হয় ট্রেন (Train)।
দুই ছাত্রের তৎপরতায় বড়সড়ো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় রামপুরহাট-আজিমগঞ্জ লোকাল। ঘটনাটি সোমবার বিকেলের। লক্ষ্মীপুর স্টেশন থেকে সবে বেরিয়েছে রামপুরহাট-আজিমগঞ্জ লোকাল। সেই সময় লোহাপুর রেল গেট দিয়ে পারাপার করার সময় দুই ছাত্র দেখতে পায় রেল লাইনে রয়েছে বড় ফাটল।
একটুও দেরি না করে তারা সঙ্গে সঙ্গে খবর দেয় রেল রক্ষীদের।
সঙ্গে সঙ্গে রেললাইনে টাঙ্গিয়ে দেওয়া হয় লাল কাপড়। সেই লাল কাপড় দেখে দাঁড়িয়ে পড়ে আজিমগঞ্জ লোকাল। এরপর সেই ট্রেনটি ৩০ মিনিট পর ছাড়ে। রেল কর্তৃপক্ষ এই দুই ছাত্রের উপস্থিত বুদ্ধির জন্য বাহবা দিয়েছে। রেলের বক্তব্য এই দুই ছাত্র এই ঘটনা না জানালে হয়তো কোনও বড় দুর্ঘটনা ঘটতে পারতো। জানা গিয়েছে এই দুই ছাত্রের নাম জয়রাম মাল এবং গৌরব মাল।
এরা দুজনেই বীরভূমের তৈহার গ্রামের বাসিন্দা।
লোহাপুরের এম আর এম হাই স্কুলে পড়াশোনা করে এই দুই ছাত্র। লোহাপুরের স্টেশন ম্যানেজার সাহিদুল ইসলাম বলেছেন, “এই দুই ছাত্রের কাছ থেকে খবর পাওয়ার পর রেলরক্ষীরা লোহাপুরে ঢোকার দশ নম্বর গেটের কাছে ট্রেনটিকে থামিয়ে দেয়। না হলে হয়তো বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। সত্যিই প্রশংসনীয় এই দুই ছাত্রের কাজ।”