বাংলাহান্ট ডেস্ক : কেবল পরীক্ষা ও মেরামতি হবে দ্বিতীয় হুগলি সেতুতে। সেই কারণে আগামী ২৯ এপ্রিল ২০২৩, শনিবার ও ৩০ এপ্রিল ২০২৩, রবিবার সেতুতে যান চলাচল বন্ধ থাকবে। লালবাজারের পক্ষ থেকে জানা গিয়েছে, দ্বিতীয় হুগলি সেতু (Second Hoogly Bridge) বন্ধ থাকবে শনিবার রাত বারোটা থেকে রবিবার সকাল ছয়টা ও রবিবার রাত এগারোটা থেকে পরের দিন অর্থাৎ সোমবার ভোর পাঁচটা পর্যন্ত।
সেতু বন্ধ থাকবে, যার কারণে হাওড়া ব্রিজের উপর চাপ বেশি পড়বে। শুধুমাত্র রাতে বিদ্যুসাগর সেতু বন্ধ থাকলেও যানজটের আশঙ্কা থাকছেই। সেতু বন্ধ থাকাকালীন অবস্থায় যাতে কোন ধরনের সমস্যার সৃষ্টি না হয় সেই বিষয়টি নিশ্চিত করতে গতকাল কলকাতা পুলিশের (Kolkata Police) কর্তারা বৈঠক করেন হাওড়া, ব্যারাকপুর এবং ডায়মন্ড হারবার জেলার পুলিশকর্তাদের সাথে।
এই বৈঠকে আলোচনা করা হয় কোন পথ দিয়ে ঘোরানো হবে গাড়ি। এক পুলিশ কর্তা জানিয়েছেন, এই দুদিন দ্বিতীয় হুগলি সেতুতে উঠতে দেওয়া হবে না ছোট গাড়িকেও। বন্দর এলাকা থেকে যেসব লরি ও ট্রাক শহরের বাইরে যায় সেগুলোকে হেস্টিংস মোড় থেকে ঘুরিয়ে স্ট্র্যান্ড রোড, কিংস ওয়ে, ধর্মতলা হয়ে নিবেদিতা সেতুতে পাঠানো হবে। স্ট্র্যান্ড রোড ও হাওড়া ব্রিজ হয়ে যাতায়াত করবে সেগুলি।
লালবাজার সূত্রে খবর, বেহালা-আলিপুরের দিক দিয়ে এসে যেসব পণ্যবাহী গাড়ি দ্বিতীয় হুগলি সেতু দিয়ে যাতায়াত করে সেগুলি এই দুদিন হসপিটাল রোড, ধর্মতলা, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, শ্যামবাজার পাঁচ মাথার মোড়, টালা সেতু, বি টি রোড হয়ে নিবেদিতা সেতু দিয়ে পাঠানো হবে। এক্সাইড মোড়, ধর্মতলা হয়ে নিবেদিতা সেতুতে পাঠানো হবে টালিগঞ্জ-ভবানীপুরের দিক থেকে আসা লরি বা ট্রাককে।