বাংলা হান্ট ডেস্ক: মেটার (Meta) মালিকানাধীন ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ WhatsApp প্রায়শই নতুন নতুন নতুন আপডেট নিয়ে আসছে। সেই রেশ বজায় রেখেই এবার WhatsApp একটি দুর্দান্ত ফিচার রোলআউট করেছে। এটির সাহায্যে একটাই WhatsApp অ্যাকাউন্ট এবার একসঙ্গে চারটি ডিভাইসে ব্যবহার করা যাবে। ইতিমধ্যেই মেটার CEO মার্ক জুকেরবার্গ (Mark Zuckerberg) নিজেই এই বিষয়টি সামনে এনেছেন।
গত মঙ্গলবার জুকেরবার্গ ফেসবুকে জানিয়ে দেন যে, “আজ থেকে আপনারা চারটি ফোনে একই WhatsApp অ্যাকাউন্টে লগইন করতে পারবেন।” এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, এই বৈশিষ্ট্যটি প্রথমে বিটা টেস্টিংয়ের জন্য প্রকাশ করা হয়েছিল। তবে এখন সমস্ত ব্যবহারকারী এই ফিচার ব্যবহার করতে পারবেন।
চারটি ফোনে একই অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে: মূলত, WhatsApp “কম্প্যানিয়ন মোড” ফিচার রোলআউট করেছে। এটির সাহায্যে ব্যবহারকারীরা মাল্টি-ডিভাইসের সাপোর্ট পাবেন। অর্থাৎ “কম্প্যানিয়ন মোড” ফিচারের সাহায্যে ব্যবহারকারীরা অন্যান্য ডিভাইসেও একই WhatsApp অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন।
নতুন ফিচারের সুবিধা কি: এমতাবস্থায়, WhatsApp-এর নতুন ফিচারে, প্রতিটি লিঙ্কড ডিভাইস স্বাধীনভাবে কাজ করবে। এমনকি, যদি প্রাইমারি ডিভাইসে নেটওয়ার্ক অ্যাক্সেস নাও থাকে সেক্ষেত্রে ব্যবহারকারীরা অন্যান্য সেকেন্ডারি ডিভাইসে অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারবেন। পাশাপাশি ব্যবহারকারীরা মেসেজ রিসিভ থেকে শুরু করে মেসেজ পাঠাতেও পারবেন। তবে, এটি লক্ষণীয় যে যদি প্রাথমিক ডিভাইসটি দীর্ঘ সময়ের জন্য ইনঅ্যাক্টিভ থাকে সেক্ষেত্রে WhatsApp স্বয়ংক্রিয়ভাবে সমস্ত সেকেন্ডারি ডিভাইস থেকে লগ আউট হয়ে যাবে। জানিয়ে রাখি যে, চারটি ডিভাইসের মধ্যে চারটি স্মার্টফোন বা PC এবং ট্যাবলেট অন্তর্ভুক্ত রয়েছে।
কিভাবে অন্যান্য ডিভাইস লিঙ্ক করবেন: উল্লেখ্য যে, WhatsApp অ্যাকাউন্ট একাধিক উপায়ে লিঙ্ক করা যেতে পারে। আপনি যদি আপনার প্রাইমারি ডিভাইসের পাশাপাশি অন্যান্য ডিভাইসেও WhatsApp অ্যাকাউন্ট লিঙ্ক করতে চান তাহলে আপনাকে সেকেন্ডারি ডিভাইসের WhatsApp অ্যাপ্লিকেশনে ফোন নম্বর লিখতে হবে। তারপর আপনার প্রাইমারি ডিভাইসে প্রাপ্ত OTP-টি দিতে হবে। একইভাবে, প্রাইমারি ডিভাইসে কোড স্ক্যান করেও অন্যান্য ডিভাইসগুলিকে লিঙ্ক করা যেতে পারে।