বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজ আইপিএলের (IPL 2023) মঞ্চে ফের একবার মুখোমুখি বিরাট কোহলির (Virat Kohli) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) এবং কলকাতা নাইট রাইডার্স (KKR)। চলতি মরশুমের প্রথম সাক্ষাতে স্পিনারদের এবং শার্দূল ঠাকুর ও রিঙ্কু সিংয়ের ব্যাটে ভর করে অসাধারণ জয় পেয়েছিল কেকেআর। কিন্তু তারপর থেকে ক্রমাগত হেরেই চলেছে নাইটরা। অপরদিকে শেষ দুই ম্যাচে বিরাট কোহলির নেতৃত্বে দুর্দান্ত জয় পেয়েছে আরসিবি। টপ ৪-এর দৌড়ে টিকে থাকতে গেলে দুই দলের কাছেই এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আজ খেলা হবে ব্যাঙ্গালোরের চিন্নাস্বামী স্টেডিয়ামে। রাতের ম্যাচ গুলিতে এই স্টেডিয়ামের পিচে বড় রান হওয়া একপ্রকার নিশ্চিত। ম্যাচ যত এগোতে থাকবে পিচ ততোই ব্যাটিংয়ের জন্য উপযুক্ত হয়ে উঠবে। তাই আজকের সম্ভবত রান তাড়া করার সিদ্ধান্তটিকেই বেশি প্রাধান্য দেবেন।
আরসিবির ব্যাটিংয়ের মূল ভরসা হলেন তিনজন। ফ্যাফ দু প্লেসিস, বিরাট কোহলি এবং গ্লেন ম্যাক্সওয়েলের ওপর অনেকটা বেশি নির্ভর করে ব্যাঙ্গালোর। বোলিংয়ে মহম্মদ সিরাজের পাশাপাশি ডেভিড উইলির উপর দায়িত্ব থাকবে কেকেআরের ব্যাটিংকে আটকানোর। নাইটদের ব্যাটিংয়ের সবচেয়ে বড় ভরসা হলেন রিঙ্কু সিং। ফর্মে রয়েছেন ইংল্যান্ডের ওপেনার জেসন রয়। তবে বোলিংয়ের যা অবস্থা তাতে নির্দিষ্ট কারোর ওপর আর ফর্সা করা সম্ভব নয় কেকেআর অধিনায়ক নীতিশ রানার পক্ষে।
সম্ভাব্য আরসিবি একাদশ: ফ্যাফ দু প্লেসিস, বিরাট কোহলি, শাহবাজ আহমেদ, গ্লেন ম্যাক্সওয়েল, প্রভুদেশাই, দীনেশ কার্তিক, ডেভিড উইলি, ওয়ারিন্দু হাসারঙ্গা, হর্ষল প্যাটেল, বিজয়কুমার বিশাখ, মহম্মদ সিরাজ
সম্ভাব্য কেকেআর একাদশ: জেসন রয়, লিটন দাস, ভেঙ্কটেশ আইয়ার, নারায়ণ জগদীশন, নীতিশ রানা, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারায়ণ, উমেশ যাদব, কুলবন্ত কেজরোলিয়া, বরুণ চক্রবর্তী
“আরও এক ডিভোর্স….”, যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী ভার্মার হতে চলেছে বিচ্ছেদ? জল্পনা উস্কে সামনে এল পোস্ট