বাংলা হান্ট ডেস্ক: বিশ্বের অন্যতম ধনকুবের ইলন মাস্ক (Elon Musk) প্রায় সবসময় থাকেন খবরের শিরোনামে। এমতাবস্থায়, এবার ফের তিনি উঠে এলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। জানা গিয়েছে, মাস্ক তাঁর সাবস্ক্রাইবারদের মাধ্যমে প্রচুর অর্থ উপার্জন করছেন। এই ধনকুবের তাঁর ফলোয়ার্সদের কিছু এক্সক্লুসিভ কনটেন্ট প্রদান করে প্রতি মাসে প্রায় ৮১ লক্ষ টাকা আয় করছেন। প্রতি মাসে ৮১ লক্ষ টাকা আয়, এই পরিমাণটা সত্যিই বিশাল। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, আপনারও যদি প্রচুর ফলোয়ার্স থাকে সেক্ষেত্রে আপনিও প্রতি মাসে ভালো অর্থ উপার্জন করতে পারেন। তবে, এর জন্য শর্ত হল আপনাকে আপনার সাবস্ক্রাইবারদের কোয়ালিটি কনটেন্ট প্রদান করতে হবে। চলুন, এই প্রসঙ্গে বিস্তারিত জেনে নিই।
সামনে এসেছে স্ক্রিনশট: ইতিমধ্যেই মাস্ক তাঁর টুইটার হ্যান্ডেলের মাধ্যমে একটি স্ক্রিনশট শেয়ার করে জানিয়েছেন যে, কনটেন্ট ক্রিয়েটার্স প্ল্যাটফর্মে মনিটাইজেশন অপশন ব্যবহার করে অর্থ উপার্জন করতে পারেন ক্রিয়েটাররা। শেয়ার করা ছবিটিতে আরও দেখা গিয়েছে যে, ইলন মাস্কের প্রায় ২৪,৭০০ জন সাবস্ক্রাইবার রয়েছে। যাঁদেরকে তিনি তাঁর অনলাইন সেশন সম্পর্কে এক্সক্লুসিভ তথ্য প্রদান করেন।
প্রতিটি ব্যবহারকারীর কাছ থেকে তিনি মাসিক ভিত্তিতে প্রায় ৪ ডলার চার্জ করছেন। এখান থেকে সামগ্রিকভাবে তিনি প্রতি মাসে প্রায় ৯৮,৮০০ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৮০.৯ লক্ষ টাকা) আয় করছেন। অর্থাৎ, মাস্ক তাঁর মাসিক গ্রাহকদের কাছ থেকে ১,০০,০০০ ডলারের কাছাকাছি আয় করছেন। যা ভারতীয় মুদ্রায় রূপান্তরিত করলে প্রায় ৮১.৯ লক্ষ টাকা হয়।
কিভাবে টুইটার থেকে অর্থ উপার্জন করা যায়: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, টুইটার মনিটাইজেশন নামে একটি অপশন উপলব্ধ করে। আপনি যখন আপনার প্রোফাইল আইকনে ট্যাপ করবেন তখন আপনি এটি দেখতে পাবেন। প্রোফাইল আইকনে ট্যাপ করার পরে, স্ক্রিনের নিচে একটি প্রফেশনাল টুলস ট্যাব প্রদর্শিত হবে। আপনি সেটিতে ট্যাপ করার পরে মনিটাইজেশন অপশন দেখতে পাবেন। মনিটাইজেশনে ট্যাপ করার পরে, আপনাকে সাবস্ক্রিপশনে ট্যাপ করতে হবে।
Elon Musk has 24.7k subscribers.
With each subscriber paying $4/mo, he is generating $1.2m/year in passive income.
It's literally this simple to achieve financial independence and retire early pic.twitter.com/ohaVx6OH26
— Alex Cohen (@anothercohen) April 24, 2023
বিশেষ দ্রষ্টব্য: মনিটাইজেশন প্রোগ্রাম বর্তমানে শুধুমাত্র নির্বাচিত দেশগুলিতে সীমাবদ্ধ রয়েছে। এমতাবস্থায়, টুইটারের FAQ পেজে বলা হয়েছে যে, আমেরিকা, কানাডা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, জাপান সহ আরও কিছু দেশে বসবাসকারীরা এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবেন। তবে, ভারতসহ অন্যান্য দেশে কবে থেকে এই প্রোগ্রাম চালু হবে তা অবশ্য জানা যায়নি।