বাংলা হান্ট ডেস্কঃ পঞ্চায়েত ভোটকে (Panchayat Vote) পাখির চোখ করে শুরু হয়েছে ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচি। আজ তার দ্বিতীয় দিন। এই জনসংযোগ কর্মসূচীতে অভিনব এক পদক্ষেপ গ্রহণ করেছে তৃণমূল কংগ্রেস। কী সেটি? বলা হয়েছে এ বারের পঞ্চায়েত ভোট সাধারণ মানুষ নিজেই গোপন ব্যালটে ভোট দিয়ে তাদের পছন্দ মতো প্রার্থীদের বাছাই করে নেবে। কর্মসূচীর প্রথম দিন থেকে শুরুও হয় সেই পক্রিয়া। তবে নিট ফল শুন্য।
ব্যালট বক্সে ভোট দেওয়া নিয়ে রণক্ষেত্রের চেহারা নেয় কোচবিহার, মাথাভাঙ্গা, দিনহাটা সহ একাধিক জায়গা। কোথাও রাগে ব্যালট ভাঙলেন দলীয় কর্মীরা, কোথাও চলছে ব্যালট পেপার লুঠ আর কোথাও ভোট পছন্দের প্রার্থীকে ভোট দিতে না পেরে এক ঝোলা মন খারাপ নিয়ে বাড়ি ফিরে গেলেন সাধারণ মানুষ। মোটের ওপর সকল স্থান থেকেই উঠে এলো একই চিত্র। তবে এবার এই সমস্ত বিশৃঙ্খলা এড়াতে ফোন নম্বর দিয়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
অভিষেকের কথায়, ‘ভোট দিতে না পারলে বাড়ি গিয়ে ফোন করে মতামত জানান’। বললেন, “কেউ যদি নতুন করে রাজনীতিতে এসে পঞ্চায়েতে জেতে, সার্বিকভাবে আমার এলাকার গ্রাম উপকৃত হবেন। আপনি তাকে মান্যতা দিয়ে যদি আমাদের কাছে মতামত জানান, তৃণমূল কংগ্রেস নিজেদের সর্ব শক্তি প্রয়োগ করে গণতান্ত্রিকভাবে তাকেই জেতাবে।”
নবজোয়ার কর্মসূচির দ্বিতীয় দিনে ঘুঘুমারিতে সভা করেন অভিষেক। সেখান থেকে দলীয় কর্মীদের উদ্দেশে বার্তা দেন তিনি। সভায় উপস্থিত সাধারণ মানুষদের উদ্দেশ্য করে তিনি বলেন, “নীল রঙের একটা ছোট্ট ক্যাম্প করা হয়েছে। সেখানে তিন চারটে ব্যালট বক্স থাকবে। সেখানে আপনাদের ব্যালট পেপার দেওয়া হবে। যারা বয়স্ক, ভোট দিতে পারবেন না, তারা বাড়ি ফিরে যাবেন। আপনাদের একটা নম্বর দিচ্ছি, সেখানে বাড়ি থেকে ফোন করেও আপনাদের মতামত জানাতে পারবেন।”
এরপরেই নম্বর বেঁধে দিয়ে তিনি বলেন, “৭৮৮৭৭৭৮৮৭৭ এই নম্বরে ফোন করে নিজেদের মতামত জানাতে পারবেন। যে নম্বরটা দিলাম, সেখানে তৃণমূল সমর্থকরা তো ফোন করলাম, সাধারণ জনগণও ফোন করছেন। তাই যারা ভাবছেন নিজেদের নামে ২০টা ভোট বেশি ফেলিয়ে আমার জায়গা সুরক্ষিত করলাম, তারা মুর্খের স্বর্গে বাস করছেন।” এমন মন্তব্যই করেন অভিষেক।
এরপর নিজের পরিশ্রমের কথা ব্যক্ত করে নেতা বলেন,” অনেক রাজনৈতিক নেতাই অনেক কথা বলেন। কিন্তু ৬০ দিন বউ-বাচ্চা-বাবা-মা সংসার ছেড়ে রাস্তায় পড়ে রয়েছি। আপনাদের সঙ্গে থাকছি, এত গরমেও রাস্তায় থাকছি। আমার আজই চারটে সভা রয়েছে। তারপর তুফানগঞ্জ যাব।” প্রসঙ্গত, গতকাল থেকে শুরু করে টানা দুমাসের জনসংযোগ কর্মসূচী নিয়েছেন অভিষেক।