বাংলাহান্ট ডেস্ক : ফের একবার ঘূর্ণিঝড় তৈরি হতে পারে বঙ্গোপসাগরে। মে মাসের দ্বিতীয় সপ্তাহে এই ঘূর্ণিঝড় তৈরীর সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণিঝড় আছরে পড়তে পারে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে। আবহাওয়াবিদরা বলছেন যে আরো কিছুদিন না গেলে এই ঝড়ের ব্যাপারে বিস্তারিত জানা সম্ভব না।
প্রাথমিকভাবে জানা যাচ্ছে মে মাসের দ্বিতীয় সপ্তাহে বিষুব রেখার কাছে সুমাত্রা সাগর বা আন্দামান সাগরে এই ঘূর্ণিঝড়টি তৈরি হতে পারে। এই ঝড়টি অগ্রসর হবে উত্তর-পশ্চিম দিক থেকে। তবে এই ঝড়টি ঠিক কোথায় আঘাত হানবে সেই ব্যাপারটি এখনো জানা যায়নি। আবহাওয়াবিদরা মনে করছেন ওই সময় বঙ্গোপসাগরের আবহাওয়া ঘূর্ণিঝড় তৈরির জন্য সহায়ক হবে।
প্রসঙ্গত এর আগে মে মাসে বহু ঘূর্ণিঝড় আছড়ে পড়েছে পশ্চিমবঙ্গে। আয়লা, আমফানের মত ঘূর্ণিঝড় তছনছ করেছে বাংলাকে। গত আম্পানের ক্ষয়ক্ষতির পরিমাণ এতটাই ছিল যে এখনো সেই ক্ষতি রয়ে গিয়েছে দক্ষিণবঙ্গের মানুষের মধ্যে। ঝড় তৈরি হয়ে গেলে তারপর তার গতিপথ সম্পর্কে নির্দিষ্ট ধারণা পাওয়া যাবে।
বেসরকারি আবহাওয়া সংস্থা ওয়েদার অফ কলকাতার কর্ণধার রবীন্দ্র গোয়েঙ্কা বলেছেন, মে মাসের দ্বিতীয় সপ্তাহে বঙ্গোপসাগরের আবহাওয়া ঘূর্ণিঝড় তৈরির জন্য অনুকূল হবে। তবে এত আগে থেকে বলা সম্ভব নয় যে এই ঝড়টি ঠিক কোথায় তৈরি হবে।
তবে এর আগে মে মাসে যেসব ঘূর্ণিঝড় (Cyclone) তৈরি হয়েছে সেই সব ঘূর্ণিঝড়ের ইতিহাস মোটেও ভালো নয় পশ্চিমবঙ্গের (West Bengal) ক্ষেত্রে। আমরা নজর রাখছি পরিস্থিতির দিকে। ফলে, সব মিলিয়ে বলাই যায়, ফের ঘূর্ণিঝড়ের কবলে পড়তে চলেছে বঙ্গবাসী।