বাংলা হান্ট নিউজ ডেস্কঃ পরিসংখ্যান বলছিল এতদিন আইপিএলের (IPL) সবচেয়ে সফল অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)। যদিও অধিনায়ক হিসেবে আইপিএল সবচেয়ে বেশি জেতার রেকর্ডটি ছিল মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) নামে। কিন্তু সামগ্রিকভাবে ম্যাচ জয়ের দিক দিয়ে সবচেয়ে এগিয়েছিলেন মাহি। কিন্তু এবার তাকে পেছনে ফেলে দিয়েছেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)।
কিন্তু হার্দিক পান্ডিয়া তো সবে গতবছর থেকে অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন। তাহলে তিনি মহেন্দ্র সিংহ ধোনির ম্যাচ জয়ের সংখ্যাকে অতিক্রম করলেন কিভাবে? না, আসলে হার্দিক সবথেকে সফল আইপিএল অধিনায়ক হয়েছেন জয়ের শতাংশের ভিত্তিতে। এই একটি বিশেষ ক্ষেত্রে ক্যাপ্টেন কুলকে টপকে গিয়েছেন গতবার আইপিএল জয়ী গুজরাট টাইটান্স অধিনায়ক।
পরিসংখ্যান কি বলছে?
সম্প্রতি মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে অধিনায়ক হিসেবে নিজের ২১তম ম্যাচটি খেলেছেন হার্দিক পান্ডিয়া। ম্যাচের মধ্যে ৭৫ শতাংশ ম্যাচেই জয় পেয়েছেন তিনি। এতদিন শতাংশের ভিত্তিতে আইপিএলে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের দিক দিয়ে শীর্ষস্থানে ছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। তার জয়ের পরিমাণ ৫৮.৯৯ শতাংশ।
তবে এই পরিসংখ্যানটি বানানো হয়েছে শুধুমাত্র সেই সফল অধিনায়কদের নিয়ে যারা কোনও একটি দলকে দলকে এই মিলিয়ন ডলার লিগে অন্তত ২০টি বা তার বেশি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। একবার দেখে নেওয়া যাক সেই পরিসংখ্যানের ভিত্তিতে আইপিএলের সবচেয়ে সফল আজ অধিনায়কের জয়ের পরিসংখ্যান।
১. হার্দিক পান্ডিয়া: ১৫ ম্যাচ জয় (৭৫ শতাংশ)
২. মহেন্দ্র সিংহ ধোনি: ১২৮ ম্যাচ জয় (৫৮.৯৯ শতাংশ)
৩. সচিন টেন্ডুলকার: ৩০ ম্যাচ জয় (৫৮.৮২ শতাংশ)
৪. স্টিভ স্মিথ: ২৫ ম্যাচ জয় (৫৮.১৪ শতাংশ)
৫. অনিল কুম্বলে: ১৫ ম্যাচ জয় (৫৭.৬৯ শতাংশ)