এক সিরিয়ালেই বাংলা সেরা, দুহাতে টাকা কামানো সৌমিতৃষার আসল বয়স কত জানেন?

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ছোটপর্দায় একেবারে নতুন নন সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu)। এর আগে একাধিক সিরিয়ালে কাজ করেছেন তিনি। তবে সেগুলো তেমন লাইমলাইটে আসেনি, কারণ কোনোটাই প্রথম সারির চ্যানেলের সিরিয়াল ছিল না। তবে সৌমিতৃষার ভাগ্য বদলে দেয় ‘মিঠাই’। তাঁর অভিনয় দক্ষতার সঠিক মূল্যায়ন হয় জি বাংলায় এসে। এখন গোটা বাংলা এক ডাকে চেনে মিঠাই রানীকে।

দু বছর আগে পথচলা শুরু করেছিল মিঠাই। সৌমিতৃষার বিপরীতে দেখা গিয়েছিল বড়পর্দার অভিনেতা আদৃত রায়কে। সিড মিঠাইয়ের জুটি অচিরেই মন জয় করে নিয়েছিল দর্শকদের। সবথেকে বেশি সময় ধরে বাংলা সেরার তকমা ধরে রেখেছিল মিঠাই। বর্তমানেও সিরিয়ালের টিআরপি নেহাত কম নয়। সেই সঙ্গে জনপ্রিয়তাও বাড়তে থাকে সৌমিতৃষার।

বর্তমানে বাংলা টেলিজগতে জনপ্রিয়তম অভিনেত্রীদের মধ্যে একজন সৌমিতৃষা। খুব কম বয়সেই তিনি যে পরিমাণ খ্যাতি পেয়েছেন তা অবাক করে দেওয়ার মতোই। কিন্তু সৌমিতৃষার আসল বয়স কত? পর্দায় তিনি দু ছেলে মেয়ের মা হয়ে গেলেও বাস্তবে কিন্তু এখনো বিয়ের পিঁড়িতেই বসেননি।

সৌমিতৃষার আসল বয়স ২৪ বছর। সদ্যই ফেব্রুয়ারি মাসে বৃন্দাবনে জন্মদিন পালন করেছেন তিনি। মাত্র ২৪ বছর বয়সেই গোটা বাংলায় জনপ্রিয়তা পেয়ে গিয়েছেন তিনি। বড়পর্দায় এখনো ডেবিউ করতে না পারলেও ওই ইন্ডাস্ট্রিতেও তাঁর খ্যাতি কম নেই। আর এই খ্যাতির পুরোটাই নিজের দক্ষতায় অর্জন করেছেন সৌমিতৃষা।

প্রসঙ্গত, মিঠাই খুব তাড়াতাড়িই শেষ হয়ে যেতে চলেছে বলে খবর। আগামী মাসেই নাকি পাততাড়ি গোটাবে সবথেকে পুরনো সিরিয়াল। তারপর অবশ্য সৌমিতৃষাকে আর কোন প্রোজেক্টে দেখা যাবে তা এখনো জানা যায়নি। এ বিষয়ে কোনো মন্তব্যও করেননি মিঠাই রানী।

সম্পর্কিত খবর

X