বাংলাহান্ট ডেস্ক: বর্তমানে বাংলার দর্শকদের প্রিয় সিরিয়াল ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri)। জি বাংলার এই নতুন মেগা ভিন্ন ধরণের গল্প দিয়ে মন জয় করে নিচ্ছে সবার। নবাগতা অঙ্কিতা মল্লিক জগদ্ধাত্রী তথা জ্যাস স্যান্যালের চরিত্রে ইতিমধ্যেই মন জয় করে নিয়েছেন দর্শকদের। আরো একজন অভিনেত্রী পার্শ্ব চরিত্রে থেকেও নজর কেড়েছেন আলাদা ভাবে। তিনি সাংভি চরিত্রাভিনেত্রী প্রেরণা ভট্টাচার্য (Prarona Bhattacharjee)।
এই মুহূর্তে জগদ্ধাত্রী সিরিয়ালে চলছে সাংভির বিয়ের ট্র্যাক। আর তার সঙ্গেই মুখার্জি বাড়ির উপরে আছড়ে পড়ছে একের পর এক বিপদ। অবশ্য বিপদ আর টুইস্ট যত বাড়ছে ততই পাল্লা দিয়ে বাড়ছে টিআরপিও। এ বিষয়ে প্রেরণা অবশ্য বলেন, বিয়ের ট্র্যাকের জন্য জগদ্ধাত্রী বেঙ্গল টপার হয়নি। এর আগেও এই সিরিয়াল প্রথম স্থানে থেকেছে।
এর জন্য অবশ্য প্রযোজক লেখক স্নেহাশিস চক্রবর্তীকেই কৃতিত্ব দেন প্রেরণা। তাঁর লেখনীর গুণেই জগদ্ধাত্রী বাংলা সেরা হয়ে উঠেছে বলে মত অভিনেত্রীর। শুধু জগদ্ধাত্রী স্বয়ম্ভূই নয়, সব চরিত্রই আলাদা আলাদা ভাবে নজর কাড়ছে দর্শকদের।
ছোটপর্দায় চেনা মুখ প্রেরণা। বহু সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। ইতিবাচক নেতিবাচক মিলিয়ে কেরিয়ারে তাঁর অভিনীত চরিত্রের সংখ্যা নেহাত কম নয়। ‘ভোরের খুব কাছে’ সিরিয়ালের মাধ্যমে অভিনয়ে হাতেখড়ি হয় প্রেরণার। প্রথম সিরিয়ালে অবশ্য মুখ্য চরিত্রেই দেখা গিয়েছিল তাঁকে। তবে তারপর থেকে পার্শ্ব চরিত্রেই সুযোগ পান প্রেরণা।
সংবাদ মাধ্যমের কাছে এ নিয়ে আক্ষেপও প্রকাশ করেন তিনি। নায়িকা না হতে পারার খারাপ লাগাটা আছেই, স্বীকার করে নিয়েছেন অভিনেত্রী। তাঁর কথায়, তাঁদের মতো বয়সী অভিনেত্রীদের আর নায়িকার চরিত্রে ভাবে না কেউ। এখন কম বয়সীদেরই নাকি চাহিদা বেশি। তবে প্রেরণা বলেন, তিনি চাইলে নায়িকার চরিত্রের আশায় বসে থাকতেই পারতেন। কিন্তু তিনি অভিনেত্রী হতে চেয়েছেন। বিভিন্ন চরিত্রে অভিনয় করতে চেয়েছেন। দর্শকদের ভালবাসাটাই তাঁর কাছে সবথেকে জরুরি।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা