বাংলাহান্ট ডেস্ক : আধার কার্ডের মতো প্যান কার্ডও আজকের দিনে একটি গুরুত্বপূর্ণ নথি হয়ে উঠেছে। ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা হোক বা সম্পত্তি কেনা বেচা, প্যান কার্ড খুবই প্রয়োজন। কিন্তু অনেক সময়ে দেখা যায়, একজনের ভুল করে দুটি প্যান কার্ড (Pan Card) তৈরি হয়ে গিয়েছে। আপনার ক্ষেত্রেও যদি এই ভুল হয়ে যায়, তাহলে আপনার বিপদ বাড়বে বৈ কী!
মারাত্মক এই ভুলের মাশুল হিসেবে আপনার মোটা টাকা জরিমানাও হতে পারে। এই ভুল সংশোধনের জন্য ইতিমধ্যেই আয়কর বিভাগ নির্দেশিকা জারি করেছে। সেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে, একাধিক প্যান কার্ড সঙ্গে রাখা আইন বিরুদ্ধ কাজ। একাধিক প্রমান কার্ড রাখার সত্যটি লোকালে আয়কর আইন ১৯৬১ এর ধারা ২৭২B এর অধীনে তাঁকে ৬ মাসের জেল বা ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে।
শুধু তাই নয়, দুটো প্যান কার্ডের একটা যদি আপনি জমা না দেন, তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ় পর্যন্ত করা হতে পারে। আয়কর বিভাগ অতিরিক্ত প্যান কার্ড জমা দেওয়ার জন্য অনলাইন এবং অফলাইন উভয় সুবিধা প্রদান করে। দুটো প্যান কার্ড থাকলে দ্বিতীয়টি কীভাবে জমা দেবেন, এখনই জেনে নিন। সংশ্লিষ্ট NSDL অফিসে গিয়ে এই কাজটি করতে পারেন। এই কাজটি যত তাড়াতাড়ি করবেন তত বেশি লাভ হবে।
দুটো PAN-এর একটা জমা দেবেন কীভাবে?
১) PAN Card Surrender করার পদ্ধিতিটি খুবই সহজ। তার জন্য একটা ফর্ম পাওয়া যায়, সেটা ফিল-আপ করে আপনাকে জমা দিতে হবে।
২) তার জন্য আপনাকে যেতে হবে ইনকাম ট্যাক্সের অফিসিয়াল ওয়েবসাইটে।
৩) সেখানে গিয়ে Request for New PAN Card বা Changes or Correction in PAN Data অপশনে ক্লিক করুন।
৪) এবার যে ফর্মটা আসবে, সেখানে ক্লিক করুন।
৫) ফর্মটা ফিল-আপ করার পর যে কোনও NSDL অফিসে গিয়ে সেই ফর্মটি সাবমিট করে দিন।
৬) যখন ফর্মটা জমা দেবেন, সেই সময়ই আপনাকে প্যান কার্ডটাও সারেন্ডার করে দিতে হবে।
৭) আর তা যদি আপনি না করেন, তাহলেই 10,000 টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে।