বাংলা হান্ট ডেস্ক : অবেশেষে নামল স্বস্তির বৃষ্টি! আকাশ কালো করে মুষলধারে বৃষ্টি শুরু হল দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলায়। কলকাতা (Kolkata), দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, নদিয়ার একাংশে বজ্রবিদ্যুৎ-সহ ঝেঁপে বৃষ্টি শুরু হয়েছে। কয়েকটি জায়গায় উঠেছে ঝড়ও।
সারা দিনের ভ্যাপসা গরমের পর এই বৃষ্টি যেন মুক্তির স্বাদ। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী কয়েক ঘণ্টায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গের তিনটি জেলায় শিলাবৃষ্টিরও পূর্বাভাস দেওয়া হয়েছে।
কোন কোন জেলায় চলবে বৃষ্টি? আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বিকেল ৪ টে ১৫ মিনিট থেকে কলকাতা, হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগনার কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে। সঙ্গে চলছে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। প্রায় দুই থেকে তিন ঘণ্টা বৃষ্টি চলবে।
হাওয়া অফিস জানাচ্ছে বিকেল থেকে টানা এক বা দু’ঘণ্টা পশ্চিমবঙ্গের একাধিক অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝড় উঠবে বলে জানানো হয়েছে।
বিকেল পাঁচটা থেকে দুই-তিন ঘণ্টায় পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে মৌসম ভবন।
উত্তরবঙ্গেও আজ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে উত্তরবঙ্গের আটটি জেলা, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে বলে জানা যাচ্ছে।