জ্যাস-দীপায় হাড্ডাহাড্ডি লড়াই, বাংলা সেরার মুকুট কার ভাগ্যে? ওলটপালট TRP লিস্ট

বাংলাহান্ট ডেস্ক: আইপিএল মরশুমেও পিছিয়ে নেই সিরিয়াল (Serial)। টিআরপি কিছুটা কমলেও দর্শকদের আগ্রহ কিন্তু কমেনি। আসলে আইপিএল সাময়িক বিনোদন দিলেও নিত্যদিনের কাজের মাঝে বিনোদনের সর্বোৎকৃষ্ট মাধ্যম হয়ে থেকেছে মেগা সিরিয়ালই। তাই টিআরপি একটু কমলেও মা কাকিমাদের প্রিয় এখনো বাংলা সিরিয়াল।

বিগত দু সপ্তাহ ধরে সিংহাসন হাত বদল হয়ে চলেছে। ‘অনুরাগের ছোঁয়া’র সুদিন এখন অতীত। একটা লম্বা সময় ধরে বাংলা সেরা থাকার পর এবার সেই জায়গাটা ছেড়ে দিতে হয়েছে অন্য সিরিয়ালকে। বর্তমানে নতুন বেঙ্গল টপার জি বাংলার ‘জগদ্ধাত্রী’। দ্বিতীয় স্থান থেকে অনেক লড়াইয়ের পর প্রথম স্থানে উঠে এসেছে জ্যাস স্যান্যাল।

jagaddhatri anurag

এ সপ্তাহে ৮.২ টিআরপি নিয়ে প্রথম স্থানে জায়গা পেয়েছে জগদ্ধাত্রী। দু নম্বরে নেমে গিয়েছে প্রাক্তন বেঙ্গল টপার অনুরাগের ছোঁয়া। নম্বর অনেকটাই কম পয়লা নম্বর সিরিয়ালের থেকে। ৭.৭ পয়েন্ট উঠেছে এই মেগার ঝুলিতে। তিন থেকে পাঁচ তিনটি স্থানই দখল করে রেখেছে জি বাংলা।

তৃতীয় স্থানে ৭.৫ নম্বর নিয়ে রয়েছে গৌরী এলো। চার এবং পাঁচে যথাক্রমে নিম ফুলের মধু ও রাঙা বউ। দুই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৭.৪ এবং ৬.০। স্টার জলসায় নতুন শুরু হওয়া সিরিয়াল ‘রামপ্রসাদ’ এর প্রথম টিআরপিও প্রকাশ্যে এসেছে এই সপ্তাহে।

ramprasad star jalsha

প্রথম বারে ৩.২ নম্বর পেয়েছে সব্যসাচী চৌধুরীর কামব্যাক সিরিয়াল। ওই একই স্লটে প্রতিদ্বন্দ্বী চ্যানেলের মিঠাইয়ের ঝুলিতে উঠেছে ৪.২ পয়েন্ট। এই মুহূর্তে সবথেকে পুরনো সিরিয়াল মিঠাই। তবে এখনো মন্দ টিআরপি তুলছে না এই মেগা।

রইল সেরা দশের টিআরপি তালিকা-

জগদ্ধাত্রী- ৮.২ (প্রথম)

অনুরাগের ছোঁয়া – ৭.৭ (দ্বিতীয়)

গৌরী এলো- ৭.৫ (তৃতীয়)

নিম ফুলের মধু- ৭.৪ (চতুর্থ)

রাঙা বউ- ৬.০ (পঞ্চম)

বাংলা মিডিয়াম- ৫.৮ (ষষ্ঠ)

পঞ্চমী- ৫.৭ (সপ্তম)

খেলনা বাড়ি, মেয়েবেলা- ৫.৫ (অষ্টম)

গাঁটছড়া- ৫.৩ (নবম)

কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ- ৫.০ (দশম)

দেখে নিন সেরা পাঁচ হিন্দি সিরিয়ালের টিআরপি-

অনুপমা- প্রথম (২.৭)

ইয়ে রিশতা কেয়া কহলাতা হ্যায়- দ্বিতীয় (২.২)

গুম হ্যায় কিসিকে পেয়ার মে- তৃতীয় (২.০)

ফালতু, – চতুর্থ (১.৮)

ইমলি, পান্ডিয়া স্টোর, ইয়ে হ্যায় চাহাতে- পঞ্চম (১.৬)


Niranjana Nag

সম্পর্কিত খবর