হঠাৎ মুখে কুলুপ কুন্তলের! কিসের জেরে এই আমূল পরিবর্তন? ঘনাচ্ছে রহস্য

বাংলা হান্ট ডেস্কঃ এবার কুন্তল নয়, বরং তাঁর করা মন্তব্যের পাল্টা জবাব দিল ইডি (ED)। বৃহস্পতিবার নগর দায়রা আদালতে নিয়োগ দুর্নীতি কাণ্ডের অন্যতম অভিযুক্ত কুন্তল ঘোষের মামলায় শুনানি ছিল। আর বিচারপ্রক্রিয়া শুরু করতেই কুন্তলের (Kuntal Ghosh) বিরুদ্ধে মুখ খোলেন ইডির আইনজীবী।

ক্ষোভ উগরে দিয়ে বলেন, ‘‘কুন্তল ঘোষ একটি গুরুতর অভিযোগ এনেছিলেন। উনি বলেছিলেন, কেন্দ্রীয় সংস্থা রাজনৈতিক মুখপাত্র। কিন্তু আমরা কারও মুখপাত্র নই, আমরা কোনও রং দেখি না। দুর্নীতিবাজদের খুঁজে বার করতে আমরা বদ্ধপরিকর। আমরা শুধু দুর্নীতিবাজদেরই ধরি।’’

ইডির আইনজীবীর এই মন্তব্যের পর এদিন অবশ্য একেবারেই চুপ ছিলেন কুন্তল। মুখে টু শব্দটিও করেন নি তিনি। প্রসঙ্গত, ঘটনার সূত্রপাত কিছুদিন আগে। ইডির হাতে গ্রেফতার হওয়ার পর থেকেই একের পর এক বিস্ফোরক মন্তব্য করে যাচ্ছেন তৃণমূলের প্রাক্তন যুবনেতা কুন্তল ঘোষ। নিয়োগ দুর্নীতির তদন্তকারী দুই কেন্দ্রীয় সংস্থা ইডি-সিবিআইকে নিয়েও ভালো-মন্দ মন্তব্য করতে শোনা যায় কুন্তলকে।

কিছুদিন আগেই জেলবন্দি কুন্তল ঘোষ বলেন, ‘‘বিজেপির মুখপাত্র আর কেন্দ্রীয় এজেন্সির মুখপাত্র এক। তা হলে তদন্ত কোন দিকে এগোচ্ছে ভাবুন!’’ এদিন কুন্তলের এই মন্তব্যেরই পাল্টা কড়া প্রতিবাদ জানালো ইডি। অন্যদিকে, আশ্চর্যভাবে বৃহস্পতিবার আদালত চত্বরে পৌঁছনোর পর থেকেই মুখে কুলুপ এঁটে ছিলেন কুন্তল। যেই কুন্তল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৎক্ষণাৎ পাল্টা জবাব দিয়ে এসেছেন এতদিন, সেই কুন্তলকেই এদিন একাধিক প্রশ্ন করেও কোনো জবাব মিললো না।

kuntal ghosh

এখানেই ধন্দ! হঠাৎ কি হল কুন্তলের? হঠাৎ তাঁর এই নীরবতা কি ইডি-সিবিআই নিয়ে মন্তব্য এবং তার পরবর্তী পরিস্থিতির জন্য? উল্লেখ্য, সম্প্রতি ইডি, সিবিআই এর নামে লিখিত অভিযোগ জানান কুন্তল। বলেন, তদন্তকারীরা তাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নেওয়ার জন্য চাপ দিচ্ছে। এরপরই শোরগোল পরে যায় গোটা রাজ্যে। এই নিয়ে সুপ্রিম কোর্টেও গিয়েছেন কুন্তল ঘোষ।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর