বাংলাহান্ট ডেস্ক: প্রত্যেক বাঙালি তথা দেশবাসীর মনের মধ্যে রাজত্ব করছেন অরিজিৎ সিং (Arijit Singh)। নিজের সুরেলা কণ্ঠ দিয়ে আট থেকে আশির মন জয় করে নিয়েছেন তিনি। প্রতিটি মুহূর্ত, প্রতিটি অনুভূতির জন্য গান রয়েছে অরিজিতের। ‘ট্র্যাজেডি কিং’ হিসেবে জনপ্রিয় হলেও প্রেমের গানেও জুড়ি মেলা ভার তাঁর।
শুধু কি গান, অরিজিতের মিষ্টি হাসি নম্র ব্যবহারের ভক্তও বহু মানুষ। তিনি যেভাবে নিজের জীবন কাটান তা অনেকের কাছেই আদর্শ। সঙ্গীত জগতের প্রথম সারির গায়ক হয়েও মাটির কাছাকাছি থাকেন অরিজিৎ। এক একটি কনসার্টে কোটি কোটি টাকা উঠলেও সে সবই তিনি দান করেন সামাজিক কাজে।
ইদানিং অরিজিতের আরো একটি বিষয় লক্ষ্য করছেন দর্শকরা। বছর কয়েক ধরে মঞ্চে গান গাইতে উঠলে পাগড়ি পরতে দেখা যাচ্ছে গায়ককে। প্রতিটি কনসার্টেই পোশাকের সঙ্গে মিলিয়ে বা কনট্রাস্টে মাথায় পাগড়ি পরতে দেখা যায় তাঁকে। তবে এটা কিন্তু খুব বেশিদিন পরা শুরু করেননি অরিজিৎ।
২০২১ এর মে মাসে নিজের মাকে হারান গায়ক। করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। সেরে ওঠার পরেও শেষরক্ষা হয়নি। তারপর জুন মাস থেকেই কনসার্টে মাথায় পাগড়ি করতে দেখা যায় অরিজিৎকে। হঠাৎ এমন সাজ বদলের কারণ কী তাঁর?
আসলে অরিজিৎ সিংয়ের মা ছিলেন বাঙালি। কিন্তু পিতৃসূত্রে তিনি শিখ ধর্মাবলম্বী। প্রথমে মাথা না ঢাকলেও বর্তমানে মঞ্চে উঠলে শিখ সম্প্রদায়ের রীতি মেনেই মাথায় পাগড়ি বাঁধেন তিনি। তবে অরিজিতের এই লুকটাও বেশ পছন্দ হয়ে গিয়েছে তাঁর অনুরাগীদের।