দাম কমবে সোনার, এই দেশ থেকে কোটি কোটি টন হলুদ ধাতু আনছে ভারত! প্রস্তুতি শুরু

বাংলা হান্ট ডেস্ক: এবার ভারত (India) শীঘ্রই সংযুক্ত আরব আমিরশাহী (United Arab Emirates) থেকে স্বল্প শুল্কে ১৪ কোটি টন সোনা আমদানি করতে পারে বলে জানা গিয়েছে। মূলত, দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির আওতায় এই আমদানি করা হবে। ভারত কোটা পদ্ধতির মাধ্যমে ১৪ কোটি টন সোনা আমদানির জন্য একটি নতুন উইন্ডো খুলবে। যাকে বাণিজ্যিক ভাষায় ট্যারিফ রেট কোটা (Tariff-Rate Quota, TRQ) বলা হচ্ছে। পাশাপাশি, এর অধীনে আমদানির অনুমতিও দেওয়া হবে।

এই প্রসঙ্গে বৈদেশিক বাণিজ্যের জেনারেল ডিরেক্টর সন্তোষ সারঙ্গী গত বৃহস্পতিবার জানিয়েছেন যে, ভারত-UAE Comprehensive Economic Partnership Agreement (CEPA)-এর ভিত্তিতে পুরোনো এবং নতুন আবেদনকারীদের জন্য সোনার TRQ বরাদ্দ করা হবে সংশোধিত সরলীকৃত যোগ্যতার মানদণ্ডের ভিত্তিতে। যার ফলে ভারতীয় আমদানিকারকদের কাছে বিষয়টি আরও সহজ হবে।

রাজস্বের কোনো ক্ষতি হবে না: জানা গিয়েছে, প্রস্তুতকারীদের এবং জুয়েলার্সগুলিকে এই উইন্ডোটি ব্যবহার করার অনুমতি দেওয়া হবে। পাশাপাশি, তিনি আরও জানিয়েছেন কোটা পদ্ধতির যোগ্যতার মানদণ্ড পরিবর্তনের পর আমদানির কারণে কোনো রাজস্ব ক্ষতি হবে না।

মাত্র ১ শতাংশের ছাড়ে আমদানি করা যাবে: CEPA অনুসারে, ভারত ২০২৩-২৪ অর্থবর্ষে UAE থেকে মোস্ট ফেভারড নেশন হারের বিপরীতে ১ শতাংশ শুল্ক ছাড় দিয়ে ১৪ কোটি টন সোনা আমদানি করতে পারে।

fortuneindia 2022 02 860be097 302a 4e41 8a7f f394c7bb4c7d gold prices

গত বছর ১১০ মেট্রিক টন সোনা আমদানির অনুমতি দেওয়া হয়েছিল: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, গত বছর ১১০ মেট্রিক টন সোনা ছাড়ের সাথে আমদানির অনুমতি দেওয়া হয়েছিল। এর মধ্যে আমদানি হয়েছে মাত্র ৮১ লক্ষ টন। ET-র মতে, UAE শুধুমাত্র গয়না প্রস্তুতকারকদের জন্য সোনার TRQ বরাদ্দের মতো সীমাবদ্ধ নিয়মগুলি সরিয়ে দেওয়ার এবং সমস্ত আমদানিকারকদের কোটা পাওয়ার ক্ষেত্রে যোগ্য হওয়ার অনুমতি দেওয়ার অনুরোধ করেছিল। এমতাবস্থায়, সরকার এখন গোল্ড TRQ-এর জন্য নতুন আবেদন আমন্ত্রণ করার জন্য একটি নতুন উইন্ডো সিস্টেম জারি করবে। যেটি তাঁদের জন্য উন্মুক্ত হবে যাঁদের আমদানিকারক-রপ্তানিকারক কোড রয়েছে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর