বাংলাহান্ট ডেস্ক : আর কিছুদিন পর থেকেই শুরু হয়ে যাবে গ্রীষ্মের ছুটি। অনেকেই এই ছুটিতে পরিবার নিয়ে ঘুরতে যাবেন দীঘা (Digha) বা পুরী (Puri)। সেই সময় যাত্রীদের কথা মাথায় রেখে রেল দুটি দীঘা স্পেশাল ও দুটি পুরী স্পেশাল ট্রেন (Special Train) চালাবে। কলকাতা-পুরী-কলকাতা স্পেশাল ট্রেন এবং সাঁতরাগাছি-পুরী-সাঁতরাগাছি স্পেশাল ট্রেন চলবে জুনের শেষ পর্যন্ত।
এছাড়াও জুনের শেষ পর্যন্ত চলবে সাঁতরাগাছি-দীঘা-সাঁতরাগাছি স্পেশাল ট্রেনও। অন্যদিকে আরও একটি বিষয় বলার। যে সময় কলকাতা থেকে পুরী বিশেষ ট্রেন চালানোর কথা বলা হচ্ছে, সেই সময় ক্রমশ জোরদার হচ্ছে কলকাতা থেকে পুরী পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস চলার কথাও।
০৩১০১/০৩১০২ কলকাতা-পুরী-কলকাতা স্পেশাল ট্রেন: আগামী ৭ মে থেকে আগামী ২৫ জুনের মধ্যে প্রতি রবিবার ০৩১০১ কলকাতা-পুরী স্পেশাল কলকাতা স্টেশন থেকে ছাড়বে। ৮ মে থেকে ২৬ মে’র মধ্যে চলবে ০৩১০২ পুরী-কলকাতা স্পেশাল ট্রেন। সোমবার পুরী থেকে প্রতি সপ্তাহে এটি ছাড়বে।
০২৮৩৭/০২৮৩৮ সাঁতরাগাছি-পুরী-সাঁতরাগাছি স্পেশাল ট্রেন: ০২৮৩৭ সাঁতরাগাছি-পুরী স্পেশাল ট্রেন আগামী ৩০ জুন পর্যন্ত চলবে। সাঁতরাগাছি থেকে এই ট্রেন প্রতি শুক্রবার ছাড়বে। ০২৮৩৮ পুরী-সাঁতরাগাছি স্পেশাল ট্রেন পুরী থেকে প্রতি সপ্তাহে শনিবার ছাড়বে। ১ জুলাই পর্যন্ত চলবে এই ট্রেন।
০২৮৪৭/০২৮৪৮ সাঁতরাগাছি-দীঘা-সাঁতরাগাছি সাপ্তাহিক স্পেশাল ট্রেন: ০২৮৪৭/০২৮৪৮ সাঁতরাগাছি-দীঘা-সাঁতরাগাছি সাপ্তাহিক স্পেশাল চলবে আগামী ২৪ শে জুন পর্যন্ত। সাঁতরাগাছি ও দীঘা থেকে প্রতি শনিবারে এই ট্রেন ছাড়বে।
০২৮৯৭/০২৮৯৮ সাঁতরাগাছি-দীঘা-সাঁতরাগাছি সাপ্তাহিক স্পেশাল ট্রেন: আগামী ২৫ শে জুন পর্যন্ত চলবে এই ট্রেন। দুই দিক থেকেই এই ট্রেন ছাড়বে প্রতি রবিবার। তবে, নতুন এই ট্রেনগুলি চালানোর ফলে আমজনতার যে অনেকখানি সুবিধা হবে তা বলাই বাহুল্য।