পাকিস্তানের ভারতের রেকর্ড ছোঁয়ার দিনে সচিনকে টপকে গেলেন বাবর আজম

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এই মুহূর্তে পাকিস্তানের মাটিতে রয়েছে নিউজিল্যান্ড দল। বর্তমানে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ীদের সাথে এখন একটি পাঁচ ম্যাচের ওডিআই সিরিজ খেলছে গতবারের বিশ্বকাপের ফাইনালিস্টরা। এই সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেটে নিউজিল্যান্ডকে হারিয়েছে পাকিস্তান। এই দিনটা পাকিস্তান ক্রিকেটের ইতিহাসে এবং ব্যক্তিগতভাবে পাক অধিনায়ক বাবর আজমের (Babar Azam) কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।

এই দিন অস্ট্রেলিয়া ও ভারতের পর তৃতীয় ক্রিকেট খেলিয়ে দেশ হিসেবে ৫০০ ওডিআই ম্যাচ জয়ের কীর্তি করেছে পাকিস্তান। ৫৯৪ ম্যাচ জিতে এই তালিকায় সব থেকে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। দুবার ওডিআই বিশ্বকাপজয়ী দল ভারত এখনও পর্যন্ত জয় পেয়েছে ৫৩৮টি ওডিআই ম্যাচে। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের থেকে বেশ কিছুটা ব্যবধানে এগিয়ে রয়েছে তারা।

এই ওডিআই ম্যাচটি বিশেষ ছিল বাবর আজমের জন্য। এটা অবশ্যই বলা যাবে না যে তিনি গতকালের ম্যাচের হিরো ছিলেন। কিন্তু ৪৯ রানের একটি ঝকঝকে ইনিংস খেলেছিলেন পাক অধিনায়ক। এই ইনিংস খেলে তিনি টপকে গিয়েছেন সচিন টেন্ডুলকারকে। আন্তর্জাতিক ক্রিকেটে সচিনের ১২,০০০ রান সম্পূর্ণ করতে লেগেছিল ২৮৮ ম্যাচ। বাবর কাল ২৭৭ ম্যাচেই এই রেকর্ড গড়েছেন। তবে বিরাট কোহলি এশিয়ান ক্রিকেটার হিসেবে এই তালিকায় এখনও শীর্ষস্থানে রয়েছেন।

kohli babar

দ্রুততম এশিয়ান হিসেবে ১২,০০০ রান করা ক্রিকেটারদের তালিকা:
● বিরাট কোহলি (২৭৬)
● বাবর আজম (২৭৭)
● জাভেদ আহমেদ (২৮৪)
● সচিন টেন্ডুলকার (২৮৮)
● সুনীল গাভাস্কার (২৮৯)

পাকিস্তানের জার্সিতে এখনও পর্যন্ত মোট ৪৭টি টেস্ট ম্যাচ, ৯৬টি ওডিআই ম্যাচ এবং ১০৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ফেলেছেন বর্তমান পাক অধিনায়ক বাবর আজম। এর মধ্যে টেস্টে বাবর আজম ৪৮.৬৩ গড়ে ৩৬৯৬ রান করেছেন। ওডিআই ফরম্যাটে বাবর দুরন্ত। এখানে তিনি ৫৯.২৯ গড়ে ৪৮৬২ রান করেছেন। এর পাশাপাশি টি টোয়েন্টিতেও বাবরের রেকর্ড নিন্দার নয়। ক্ষুদ্রতম ফরম্যাটে তিনি ৪১.৪৯ গড়ে ৩৪৮৫ রান করেছেন। তার নামের পাশে রয়েছে মোট ২৯টি শতরান।

Reetabrata Deb

সম্পর্কিত খবর