বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ঘরোয়া ক্রিকেট এবং আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের পরে ফের একবার ভারতীয় টেস্ট দলে প্রত্যাবর্তন ঘটেছে তারকা ক্রিকেটার অজিঙ্কা রাহানের। তার এই প্রত্যাবর্তন দেখে অনেকেই আনন্দিত হয়েছেন। কিন্তু সেইসঙ্গে প্রশ্ন উঠেছে যে অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে শুধুমাত্র তাকেই কেন ফেরানো হলো। আরো অনেকেই তো ছিলেন যাদের অভিজ্ঞতা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এর ফাইনালে ভারতের কাজে লাগতে পারতো। এবার এই প্রসঙ্গে মন্তব্য করেছেন বঙ্গ উইকেট রক্ষক ঋদ্ধিমান সাহা।
ভারতীয় দলের হয়ে তিনি শেষবার মাঠে নেমেছিলেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২০২১ সালের একদম শেষ দিকে। ওই সিরিজে ব্যাট হাতে তার পারফরম্যান্স খুব একটা খারাপও ছিল না। কিন্তু তারপর থেকে ভারতের বর্তমান কোচ রাহুল দ্রাবিড় জানিয়ে দিয়েছেন যে তারা নতুন পথে হাঁটতে চান এবং ঋদ্ধিমান সাহার মতো অভিজ্ঞ তারকাকে আর ভারতীয় দলে জায়গা দেওয়া হবে না।
তখন রিশভ পন্থ দলে থাকায় খুব একটা চিন্তিত হননি কেউই। কিন্তু বর্তমানে গাড়ি দুর্ঘটনার শিকার হয়ে অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট থেকে ছিটকে গিয়েছেন পন্থ। এরপর শ্রীকর ভরতকে মূল উইকেটরক্ষক হিসেবে নিয়ে এগুলোর পরিকল্পনা রয়েছে ভারতের। এই জায়গায় প্রশ্ন তুলেছেন যে অন্তত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য কি ঋদ্ধিমানের অভিজ্ঞতা কাজে লাগাতে পারতো না ভারত?
ঋদ্ধিমান নিজে অবশ্য জানিয়েছেন যে তিনি এইসব ব্যাপার নিয়ে একেবারেই ভাবিত হন। রাহানের প্রত্যাবর্তন সম্পর্কে তিনি মন্তব্য করেছেন, “হয়তো রাহানেকে দলে ফেরানো হয়েছে কারণ সকলের মনে হয়েছে যে ও এখনো গুরুত্বপূর্ণ যোগদান করতে পারে ভারতের হয়ে। আমি আপাতত নিজের শুধুমাত্র গুজরাট টাইটান্স নিয়েই ভাবিতো।”
গত মরশুম থেকে বাংলা ছেড়ে ত্রিপুরার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলার ঋদ্ধিমান জশ দয়ালের শারীরিক অবস্থা নিয়েও কথা বলেছেন কেকেআরের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ খেলতে নামার আগে। তিনি বলেছেন রিঙ্কু সিং যা করেছেন সেটা লাখে একবার হয়। আর সেই নিয়ে মানসিকভাবে দয়াল অসুস্থ হননি। তার অসুস্থতার কারণ হলো গরম সহ্য করতে না পারা।