বাংলা হান্ট ডেস্কঃ ফের রাজ্যে জঙ্গি সন্দেহে গ্রেফতারি! অনেকদিন ধরেই জঙ্গি (Terrorism) কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বঙ্গে ধরা পড়েছে একের পর এক ব্যক্তি। এবার সেই তালিকায় নাম জুড়ল কোচবিহারের নান্নু মিঁয়ার। আজ সকালে হাওড়া স্টেশন থেকে অভিযুক্তকে গ্রেফতার করে বেঙ্গল এসটিএফ (STF) এর টিম।
এসটিএফ সূত্রে খবর, বহুদিন থেকেই জঙ্গি কার্যকলাপের সঙ্গে জড়িত কোচবিহার (Cooch Behar) জেলার দিনহাটার বাসিন্দা নান্নু মিঁয়া। জানা গিয়েছে, ২০২২ এর অগাস্ট মাসে দক্ষিণ ২৪ পরগনার শাসন থানায় জঙ্গিদের কাজকর্ম সংক্রান্ত একটি মামলার তদন্ত চলাকালীন এসটিএফের হাতে গুরুত্বপূর্ণ কিছু আসে। সেখানেই উঠে আসে এই ব্যক্তির নাম।
নান্নু মিঁয়া সম্পর্কে বেশ কিছু তথ্য উঠে আসে এসটিএফ এর হাতে। শুরু হয় তার খোঁজ। এরপর গোপন সূত্র মারফত খবর পেয়ে শনিবার সকালে হাওড়া স্টেশনে অভিযান চালিয়ে সেখানেই হাতেনাতে ধরা হয় এই ব্যক্তিকে। সূত্রের খবর, ইউএপিএ-র পাশাপাশি ভারতীয় ফৌজদারি আইনের বেশ কয়েকটি ধারায় অভিযুক্ত নান্নুর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
প্রসঙ্গত, দিন চারেক আগেই জঙ্গি সন্দেহে হুগলির দাদপুর এলাকা থেকে একজনকে গ্রেফতার করে স্পেশাল টাস্ক ফোর্স। আদতে মুর্শিদাবাদের বাসিন্দা নাসিমুদ্দিন শেখ নামের ওই ব্যক্তিকে সোমবার রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স গ্রেফতার করে।দাদপুরে মামার বাড়ি গিয়েছিল সে। মঙ্গলবার ভোরে সেখানেই অভিযান চালায় বেঙ্গল এসটিএফ। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের জঙ্গি সন্দেহে গ্রেফতার আরও এক।