বাংলাহান্ট ডেস্ক : বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhiji Ganguly) বিগত কয়েক মাস ধরে নিয়োগ দুর্নীতি কান্ডে একের পর এক মোড় ঘোরানো রায় দিয়েছেন। তার বিভিন্ন রায় আলোড়ন ফেলেছে রাজ্য-রাজনীতিতে। সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশে নিয়োগ দুর্নীতি মামলা থেকে সরতে হয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে।
সুপ্রিম কোর্টের এই নির্দেশ শুনে স্বাভাবিকভাবেই মন খারাপ হয়েছে চাকরিপ্রার্থীদের। কিন্তু এরই মধ্যে মন ভালো করা একটি খবর উঠে আসছে বীরভূম থেকে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আবক্ষ মূর্তি স্থান পেয়েছে বীরভূমের বোলপুরের একটি ভাস্কর্য কর্মশালায়। বিচারপতির ছবি দেখে চলছে মূর্তি নির্মাণের কাজ।
শিল্পী জানিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এক প্রতিবাদী মুখ, তাই তার মূর্তি তৈরি করা হচ্ছে।
দুদিনের ভাস্কর্য কর্মশালার আয়োজন করা হয়েছে বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে। শিল্পী ঝুলন মেহেতরি এই কর্মশালায় তৈরি করছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় আবক্ষ মূর্তি। দুবরাজপুরের কবিরাজ পাড়ার বাসিন্দা ঝুলন।
তবে বোলপুরে (Bolpur) জামবুনিতে তিনি গত ১৫ বছর ধরে বসবাস করছেন। তার শিল্পকর্মে হাতে খড়ি একটি বেসরকারি সংস্থায়। বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহের শান্তিদেব কক্ষে মূলত তার উদ্যোগেই শুরু হয়েছে ভাস্কর্য কর্মশালা। সেখানে মানুষকে বসিয়ে তিনি শিক্ষার্থীদের আবক্ষ মূর্তির ট্রেনিং দিচ্ছেন।
ঝুলন মেহেতরী বলেছেন, “আমরা লাইভ মডেল বসিয়ে কর্মশালা করছি। বাচ্চা মেয়েদের বসিয়ে মূর্তি তৈরির কাজ চলছে। পাশাপাশি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ছবি দেখে তার মূর্তি বানানোর চেষ্টা চলছে। বর্তমানে এক প্রতিবাদী মুখ বিচারপতি গাঙ্গুলী। এই কর্মশালায় তাই তার মূর্তি রয়েছে।”