টেট নিয়ে বড় ঘোষণা পর্ষদের, খুশিতে লাফাবেন প্রাথমিকে উত্তীর্ণরা

বাংলা হান্ট ডেস্কঃ টেট (TET) উত্তীর্ণদের জন্য বিশাল বড় খবর। প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে পরীক্ষার শংসাপত্র বা সার্টিফিকেট দেওয়া শুরু হয়েছে। শনিবার সন্ধ্যা ৬ টা থেকেই প্রাথমিক ২০২২ টেট পাশ সার্টিফিকেট (WBPTET Certificate) দেওয়া শুরু হয়ে গিয়েছে। পর্ষদের ওয়েবসাইটে গিয়ে খুব সহজেই সরাসরি ডাউনলোড করে নেওয়া যাবে সার্টিফিকেট৷

পূর্বের প্রাথমিক টেট উত্তীর্ণদের সার্টিফিকেট দেওয়ার পক্রিয়া শুরু করা হয়েছিল। এরই মধ্যে শুরু হয়ে গেল ২০২২ সালের উত্তীর্ণদের সার্টিফিকেট দেওয়া। প্রসঙ্গত, গত বছর ডিসেম্বরে প্রাথমিক শিক্ষা পর্ষদ পরীক্ষা নেয়৷ ২০২৩ এর ফেব্রুয়ারি মাসে তার ফল প্রকাশ করে পর্ষদ। এরপর রিভিউ ও স্ক্রুটিনি করার সুযোগ সময় দেওয়া হয় পরীক্ষার্থীদের।

ইতিমধ্যেই সেই রিভিউ ও স্ক্রুটিনির ফলপ্রকাশ হয়েছে। এরপর এদিন পরীক্ষার্থীদের সার্টিফিকেট ডাউনলোড করার নির্দেশিকা জারি করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। আদালতের নির্দেশ মেনেই গতকাল এই পক্রিয়া শুরু হল। তাৎপর্যপূর্ণ বিষয় হল, ফল প্রকাশের দু’মাসের মাথাতেই টেট উত্তীর্ণদের সার্টিফিকেট দিতে শুরু করল পর্ষদ।

primary tet

২০২২ সালের উত্তীর্ণদের প্রাথমিক টেট সার্টিফিকেট অনলাইনে দেওয়া হচ্ছে। ২৯ এপ্রিল সন্ধ্যা ৬টার পর থেকেই টেট সার্টিফিকেট ডাউনলোড করা যাচ্ছে। নিম্নে উল্লেখিত সাইট গুলো থেকে সহজেই ডাউনলোড করুন শংসাপত্র।

https://www.wbbpeonline.com/Das hboard/DownloadCertificate

https://www.wbbpe.org/

https://wbbprimaryeducation.org/

অন্যদিকে, ২০১৪ সালে টেট উত্তীর্ণদের ইতিমধ্যেই সার্টিফিকেট দেওয়া শুরু হয়েছে। শুক্রবার পর্ষদ তরফে এক নির্দেশিকা জারি করে জানানো হয় ২০১৪ টেট উত্তীর্ণরা শুক্রবার বিকেল থেকেই পর্ষদের ওয়েবসাইট মারফত সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন৷ প্রসঙ্গত, এর আগে পর্ষদ সভাপতি গৌতম পাল আদালতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে জানিয়েছিলেন, ২০১৪ সালের ‘টেট’ সার্টিফিকেট ৩০ এপ্রিলের মধ্যেই দেওয়া হবে। হাইকোর্টের নির্দেশ মেনে বেঁধে দেওয়া নির্দিষ্ট সময়ের মধ্যেই পদক্ষেপ করল পর্ষদ।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর