কোনো পরীক্ষা ছাড়াই এবার SBI-তে বাম্পার নিয়োগ! মিলবে মোটা বেতনও, এভাবে করুন আবেদন

বাংলা হান্ট ডেস্ক: চাকরিপ্রার্থীদের জন্য এবার বড়সড় সুখবর নিয়ে এল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India, SBI)। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, SBI স্পেশালিস্ট অফিসার পদে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের কাছ থেকে আবেদন চেয়েছে। এমতাবস্থায়, এই পদগুলির জন্য আবেদন করতে ইচ্ছুক যোগ্য প্রার্থীরা SBI-এর অফিসিয়াল ওয়েবসাইট sbi.co.in-এর মাধ্যমে তা করতে পারেন।

প্রসঙ্গত উল্লেখ্য যে, আবেদনের এই প্রক্রিয়া ইতিমধ্যেই গত ২৯ এপ্রিল থেকে শুরু হয়ে গিয়েছে। পাশাপাশি, এটি চলবে আগামী ১৯ মে ২০২৩ পর্যন্ত। এই নিয়োগ প্রক্রিয়ায় মোট ২১৭ টি শূন্যপদ পূরণ করা হবে। বর্তমান প্রতিবেদনে আমরা এই নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য বিস্তারিত ভাবে উপস্থাপিত করছি।

শূন্যপদের বিবরণ: আমরা আগেই জানিয়েছি যে, মোট ২১৭ টি শূন্যপদের ভিত্তিতে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। তবে, এগুলির মধ্যে নিয়মিত অর্থাৎ রেগুলার পদ হল ১৮২ টি। পাশাপাশি চুক্তিভিত্তিক পদ হল ৩৫ টি। এমতাবস্থায়, আবেদনে ইচ্ছুক প্রার্থীরা এই নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত বিজ্ঞপ্তি থেকে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। আমরা সেই লিঙ্কটি প্রতিবেদনের শেষে দিয়ে দিচ্ছি।

প্রার্থী বাছাই প্রক্রিয়া: মূলত, যোগ্য প্রার্থীদের বাছাইয়ের ক্ষেত্রে তাঁদের শর্টলিস্টিং এবং ইন্টারভিউ প্রক্রিয়া সামিল থাকবে। ব্যাঙ্ক দ্বারা গঠিত শর্টলিস্টিং কমিটি শর্টলিস্টিং প্যারামিটার নির্ধারণ করবে এবং তারপরে ব্যাঙ্কের সিদ্ধান্ত অনুযায়ী পর্যাপ্ত সংখ্যক প্রার্থীকে ইন্টারভিউয়ের জন্য বাছাই করা হবে। প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকার বিষয়ে ব্যাঙ্কের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। মোট ১০০ নম্বরের ইন্টারভিউ নেওয়া হবে।

আবেদন ফি: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, জেনারেল/OBC কিংবা EWS প্রার্থীদের জন্য আবেদনের ফি এবং ইনটিমেশন চার্জ ৭৫০ টাকা। তবে, SC/ST/PWD প্রার্থীদের জন্য এই ফি শূন্য। আবেদনের ফি ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড/ইন্টারনেট ব্যাঙ্কিং ইত্যাদি ব্যবহার করে প্রদান করা যেতে পারে।

SBI 1

অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক: https://sbi.co.in/documents/77530/36548767/280423-Final+Advertisement.pdf/874f01c3-a697-164a-ea29-42d8c9275a03?t=1682696562513

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর