বাংলাহান্ট ডেস্ক: বাবা নেই, কিন্তু তাঁর স্মৃতি রয়ে গিয়েছে। আর সেই স্মৃতিই প্রতিদিন নতুন করে আঁকড়ে বেঁচে রয়েছেন প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের (Abhishek Chatterjee) স্ত্রী সংযুক্তা চট্টোপাধ্যায় এবং মেয়ে ডল ওরফে সাইনা। রবিবার, ৩০ এপ্রিল জন্মদিন অভিষেকের। স্ত্রী মেয়ে মিলে প্রয়াত অভিনেতার ৫৯ তম জন্মবার্ষিকী পালন করলেন এদিন।
সোশ্যাল মিডিয়ায় এদিনের ছোটখাট অনুষ্ঠানের কিছু ছবি শেয়ার করেছেন সংযুক্তা। প্রয়াত অভিষেকের ফেসবুক প্রোফাইলটি এখনো সক্রিয় রেখেছেন তিনি। ব্যক্তিগত জীবনের টুকটাক আপডেট সহ অভিষেক সম্পর্কে নানান স্মৃতিও শেয়ার করেন তিনি। অভিনেতার জন্মবার্ষিকীর ছবিও সেখানেই শেয়ার করলেন সংযুক্তা।
একগুচ্ছ ছবিতে দেখা গেল, একটি চকোলেট কেক কেটে বাবার ছবিতে ছুঁইয়ে খাইয়ে দিচ্ছে ডল। সংযুক্তাও কেক খাইয়ে দিয়েছেন অভিষেককে।অভিনেতার ছবির সঙ্গে হাসিমুখে ছবিও তুলেছেন তাঁরা। ছবিগুলি দেখে আবারো চোখ ভিজেছে নেটিজেনদের। এদিন সংযুক্তা জানান, তিনি দুটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত। সেখানকার শিশুদের পেনসিল, চকোলেট দিতে যাবেন তিনি। আর বাড়িতে ঘরোয়া ভাবে জন্মদিন উদযাপন তো আছেই।
গত ১৪ মার্চ বাড়িতে প্রয়াত অভিষেকের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানের আয়োজন করেছিলেন তাঁর স্ত্রী কন্যা। ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়েছিল গোটা ঘরটা। অভিষেকের ছবিটাও মালা দিয়ে সাজিয়ে রাখা হয়েছিল। এদিনের আয়োজনের একটি ভিডিও শেয়ার করে সংযুক্তা লিখেছিলেন, ‘বাড়িটাই আমাদের কাছে স্বর্গ। আর আমাদের প্রিয় অভির জন্য একটা স্বর্গীয় পরিবেশ তৈরি করার চেষ্টা করেছি। অভির চলে যাওয়ার পর এটাই সম্ভবত প্রথম ‘বড়’ কাজ আর এটা আমার আর ডলের তরফ থেকে শ্রদ্ধার্ঘ্য।’
সংযুক্তা এও জানিয়েছিলেন, ঘর সাজানো থেকে শুরু করে মৃত্যুবার্ষিকীর মেনু সবটাই নাকি অভিষেকই তাঁকে স্বপ্নে এসে বলে দিয়েছিলেন। লুচি, আলুর দম, ভাত, ডাল, ঝুরঝুরে আলুভাজা, দই মাছ আর মাটন কষা। এই মেনুটা নাকি খোদ অভিষেকই ঠিক করে দিয়েছিলেন স্ত্রীকে স্বপ্ন দিয়ে।