ভোল বদলাচ্ছে পশ্চিমবঙ্গের আবহাওয়া! ‘অকাল-বর্ষার’ আমেজ আর কতদিন? এক নজরে আজকের আবহাওয়া

বাংলা হান্ট ডেস্ক : ক’দিন আগেই ছিল তাপপ্রবাহের লাল-কমলা সতর্কতা। এখন জারি ঝড়-বৃষ্টির কমলা-হলুদ সতর্কতা। এর মধ্যে আবার বৃহস্পতিবার ৩৪.৮ মিলিমিটার বৃষ্টি ঝরেছে আলিপুরে। ভারী নয়, মাঝারি। তবু একদিনে এতটা বৃষ্টি পাক্কা ৭ মাস পর পেল কলকাতা। বৃহস্পতিবার পর্যন্ত আধা-বর্ষার আবহেই দিন কাটবে পশ্চিমবঙ্গের (West Bengal), এমনই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)।

এক নজরে আজকের আবহাওয়া :

সর্বোচ্চ তাপমাত্রা : ৩১.৪°সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৮.২° সেলসিয়াস
আর্দ্রতা : ৭৬%
বাতাস : ১২ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৮৯%

কলকাতার আবহাওয়া : আগামী ২৪ ঘন্টায় কলকাতা-সহ আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৩ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। গতকাল কলকাতার সর্বনিম্ন ছিল তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। শনিবার এই তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৬ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতা সর্বনিম্ন ৩৭ শতাংশ।

weather 9

উত্তরবঙ্গের আবহাওয়া : উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। আগামী ২ মে পর্যন্ত উত্তরের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। সোমবার অর্থাৎ আজকে উত্তরবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া এবং হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। যে কারণে সবকটি জেলাতেই অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। মঙ্গলবারও  উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আপাতত দিন পাঁচেক উত্তর বঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর

দক্ষিণবঙ্গের আবহাওয়া : আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আজকেও  দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে সবকটি জেলাতেই ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। যে কারণে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দফতর। আগামী ৩ মে পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। আগামী দিন পাঁচেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।

আগামীকালের আবহাওয়া : আলিপুর আবহাওয়া দফতরের জানিয়েছে সিকিম থেকে উত্তর ছত্তিশগড় পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। এর ফলে জলীয় বাষ্প ঢুকছে এ রাজ্যে। এরফলেই রাজ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। আগামী বেশ কয়েকদিন দক্ষিণবঙ্গের আবহাওয়া এমনই থাকবে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। আপাতত যা পূর্বাভাস তাতে মে-র প্রথম দু’সপ্তাহে তাপপ্রবাহের আশঙ্কা নেই। তবে মাসের দ্বিতীয়ার্ধে ফের তাপপ্রবাহের মুখোমুখি হতে পারে দক্ষিণবঙ্গ।

Sudipto

সম্পর্কিত খবর