দিঘা-পুরী অতীত, কম বাজেটে ঘুরে আসুন কাছের এই হিল স্টেশন! ভুলে যাবেন ক্লান্তি

বাংলাহান্ট ডেস্ক : কয়েকদিনের ঝড় বৃষ্টিতে কিছুটা হলেও কমেছে তাপমাত্রার পারদ। তবে আবহাওয়াবিদরা জানাচ্ছেন এই স্বস্তি বেশি দিনের জন্য নয়। জ্যৈষ্ঠের শুরু থেকেই ফের শুরু হবে দাবদাহ। অপরদিকে আর কিছুদিন পর থেকেই শুরু হয়ে যাবে স্কুলে স্কুলে গরমের ছুটি। এমন পরিস্থিতিতে অনেকেই পাহাড়ে যাওয়ার পরিকল্পনা করছেন।

কিন্তু দার্জিলিং ও ডুয়ার্স এই মুহূর্তে ভিড়ে ঠাসা।
এই দুই পার্বত্য অঞ্চলের যেদিকেই চোখ যাচ্ছে সেদিকেই শুধু কালো মাথার ভিড়। এমন অবস্থায় আপনারা যদি ভির থেকে দূরে নির্জন কোনও পাহাড়িস্থানে সময় কাটাতে চান তাহলে সেই খবরই আজ আমরা আপনাদের দেব। ডুয়ার্স ঘেঁষা কালিম্পংয়ের গ্রামগুলো আজকাল খুবই জনপ্রিয় টুরিস্ট ডেস্টিনেশন হয়ে উঠেছে।

এই জায়গাগুলির প্রাকৃতিক শোভা যেমন মনোরম, তেমনই অপেক্ষাকৃত ভিড় কম পার্বত্য শহরগুলির তুলনায়। আজ আমরা আপনাদের এমন একটি অফ বিট পার্বত্য গ্রামের সন্ধান দেবো। কালিম্পংয়ের খুব কাছেই এই গ্রামটির নাম চিসাং। মেঘে ঢাকা এই গ্রাম আপনাকে অনুভূতি দেবে পৃথিবীর মধ্যেই এক স্বর্গরাজ্যের। এই জায়গাটি নিউ জলপাইগুড়ি থেকে ১০৬ কিলোমিটার দূরে।

chisang

এই গ্রামে যাওয়ার রাস্তা উঁচু-নিচু হলেও এখানে পৌঁছে এখানকার প্রাকৃতিক শোভা দেখলে আপনি ভুলে যাবেন পথযাত্রার কষ্ট। এই গ্রামটির খুব কাছেই রয়েছে ভুটান সীমান্ত। চিসাং গ্রামটি খুবই শান্ত। মেঘ ও জলঢাকা নদীর কম্বিনেশন দেখলে আপনিও এই গ্রামের প্রেমে পড়ে যাবেন। পশ্চিম ডুয়ার্সের দিকে অবস্থিত এই জায়গাটি। দাবেখোলা বয়ে চলেছে চিসাংয়ের (Chisang) খুব কাছ দিয়ে।

রিশপ, লাভা, টিফিনদারা ইত্যাদি ভিউ পয়েন্ট রয়েছে খুব সামনেই। এখানে আপনারা ঘুরে দেখতে পারেন তোদে, রংপো, দলগাঁও, ঝালং, প্যারেন, বৌদ্ধগুম্ফা। দলগাঁও ভিউ পয়েন্টও রয়েছে এই গ্রামের খুব কাছেই। বৌদ্ধ গুম্ফা চার্চ, এদের রূপ দেখলেই মন কাড়ে। ছবির মত সুন্দর শান্ত এই গ্রাম আপনাকে এক অনন্য অভিজ্ঞতা দেবে।

Chisang

চার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে নিউ জলপাইগুড়ি থেকে গাড়ি ভাড়া করে আপনারা এই গ্রামে পৌঁছাতে পারেন। মাল জংশন থেকে গাড়ি ভাড়া করলে খরচ পড়বে আড়াই হাজার টাকা। ২০১৮ সাল থেকে এখানে হোম স্টে চলছে। সার্চ করলেই যোগাযোগের নম্বর পেয়ে যাবেন। থাকা খাওয়া নিয়ে জনপ্রতি প্রতিদিন ১৫০০-২০০০ টাকা খরচ হতে পারে।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর