বাংলাহান্ট ডেস্ক : ২০১৩ সালে তাঁর বিরুদ্ধে উঠেছিল আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ। প্রায় ১০ বছর সেই মামলা বিচারাধীন ছিল আদালতে। অবশেষে জিয়া খান (Jiah Khan) আত্মহত্যা মামলায় বেকসুর প্রমাণিত হলেন অভিনেতা সুরজ পাঞ্চোলি (Sooraj Pancholi)। আর তারপরেই মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিতে যান তিনি।
মন্দির প্রাঙ্গনে হাসিখুশি মুখেই ধরা দিলেন সুরজ। পাপারাৎজিদের ক্যামেরার সামনে পোজ দিয়ে ফটো তুলতেও দেখা যায় তাঁকে। এমনকি ভক্তদের সঙ্গে বেশ কয়েকটি সেলফিও তোলেন তিনি। আঁটোসাঁটো পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল অভিনেতাকে।
সাদা পোশাক পরে মন্দিরে হাজির হয়েছিলেন আদিত্য পাঞ্চোলি পুত্র। তাঁকে দেখা মাত্রই ভিড় জমে যায় মন্দির প্রাঙ্গনে। তবে এত কিছুর মাঝেও নেটিজেনদের নজর কিন্তু থমকে গেল অন্য জায়গায়। আর তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে কাদা ছোঁড়াছুঁড়ি।
ঠিক কী ঘটেছিল ?
সোশ্যাল মিডিয়ায় সুরজের যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে, যে হাতে জুতো ছুঁলেন অভিনেতা সে হাতেই ধরে থাকলেন বিনায়কের ছবি। আর এই ঘটনা চোখে পড়তেই রেগে আগুন নেটিজেনরা। অনেকেই তুললেন একাধিক প্রশ্ন। কেউ লিখলেন, ‘ ভগবানকে বিশ্বাস করেন না সেটা তো বোঝাই যাচ্ছে, অন্তত সন্মানটুকু করুন’।
View this post on Instagram
২০১৩ সালে ৩ রা জুন মুম্বাইয়ের বাড়ি থেকে উদ্ধার হয় জিয়া খানের মৃতদেহ। মাত্র ২৫ বছর বয়সেই আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে ফেলেন তিনি। অভিনেত্রীর হাতে লেখা একটি চিঠির ভিত্তিতেই দোষী সাব্যস্ত হন সুরজ। মুম্বাই পুলিশের হাতে গ্রেফতারও হতে হয়েছিল তাঁকে। প্রায় ১০ বছর পর সেই মামলা থেকে মুক্তি পেলেন অভিনেতা।
আদিত্য পাঞ্চোলি ও জারিনা ওয়াহাবের ছেলে সুরজ। ২০১৫ সালে ‘হিরো’ ছবির হাত ধরে বলিউডে পা রেখেছিলেন তিনি। তাঁর বিপরীতে দেখা গেছিল সুনীল শেট্টির কন্যা আথিয়া শেট্টিকে। এছাড়াও ‘স্যাটেলাইট শঙ্কর’, ‘টাইম টু ডান্সের’ মত ছবিতে মুখ্য চরিত্রে দেখা গেছে তাঁকে। কিন্তু বক্স অফিসে সেভাবে সারা ফেলতে পারেনি কোনো ছবি।
সব ‘দায়’ সংবাদ মাধ্যমের! RG Kar কান্ড নিয়ে বিস্ফোরক ফিরহাদ, বললেন…