বাংলাহান্ট ডেস্ক: তৃণমূল (Trinamool Congress) সাংসদের পরিবারের সদস্য হয়েও কাটমানি দেওয়ার হাত থেকে রেহাই নেই। খাস ঘাটালের সাংসদ দেবের (Dev) নাম নিয়ে চলছে কাটমানি নেওয়ার ধুম। স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে এমনি অভিযোগ এনেছিলেন দেবের তুতো ভাই বিক্রম অধিকারী। এমনকি তাঁর কাছ থেকেও আবাস যোজনার টাকা নেওয়ার অভিযোগ তুলেছিলেন তিনি। এবার আইনি বিপদে পড়লেন দেবের ভাই নিজেই।
বিক্রম অধিকারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শিউলি সাহা। বিক্রম অধিকারী অভিযোগ করেছিলেন, তাঁর দাদা দেবের নাম ভাঙিয়ে কাটমানি নিচ্ছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। সমস্যা সমাধানের নাম করে সালিশি সভায় এলাকাবাসীর কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে বলে তাঁর অভিযোগ। আর সাংসদ দেবের ভাইয়ের পরিচয় দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তাঁকেও, দাবি ছিল বিক্রমের।
শুধু তাই নয়, তিনি এও বলেছিলেন আবাস যোজনায় তাঁর নাম থাকা সত্ত্বেও বাড়ি বানাতে পারেননি তিনি। সেই বাবদ অনুদানের টাকা চলে গিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্বের কাছে। এখনো ভাঙাচোরা বাড়িতেই পরিবার নিয়ে বাস করছেন দেবের ভাই। এবার বিধায়ক শিউলি সাহা পালটা অভিযোগ করলেন, বিক্রম অধিকারী নাকি মিথ্যেবাদী।
শিউলি সাহার দাবি, আবাস যোজনার পুরো টাকা পেয়েও মিথ্যে কথা বলছেন বিক্রম অধিকারী। ২০১৬ সালের পর ধাপে ধাপে তিন বারে টাকা ঢোকে তাঁর অ্যাকাউন্টে। তবুও তিনি দাবি করছেন, তৃণমূল নেতারা নাকি তাঁর টাকা নিয়ে নিয়েছেন। সাংসদ এবং দলকে কালিমালিপ্ত করতেই তিনি মিথ্যে কথা বলছেন বলে দাবি শিউলি সাহার।
পুলিসে দেবের ভাইয়ের নামে অভিযোগ দায়ের করে বিধায়ক বলেন, বিক্রম অধিকারী যদি প্রকাশ্যে ক্ষমা না চান তাহলে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। কিছুদিন আগেই শিউলি সাহা মন্তব্য করেছিলেন, কেশপুরের সব বাসিন্দার মতো দেবের ভাই বিক্রম অধিকারীর গুরুত্বও তাঁর কাছে একই রকম। তাঁর কাছ থেকে টাকা নেওয়া হলে তিনি অভিযোগ দায়ের করেননি কেন? প্রশ্ন তুলেছিলেন বিধায়ক।