বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আর কতটা খারাপ ব্যাটিং করতে পারে দিল্লি ক্যাপিটালস। আজ চূড়ান্ত হতাশ করলেন ফিলিপ সল্ট, ডেভিড ওয়ার্নার, রাইলি রুশো, মনীশ পান্ডেরা। টানা দুই ম্যাচ জেতার পর গত ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের কাছে হেরে বড় ধাক্কা খেয়েছিল দিল্লি। আজ দেখা গেল তাদের ব্যাটিং সেই হার থেকে বিন্দুমাত্র শিক্ষা নেয়নি।
আজ নতুন বল হাতে একাই দিল্লির টপ অর্ডারকে ধ্বংস করে দিয়েছেন মহম্মদ শামি। অসাধারণ নিয়ন্ত্রণ সহ বোলিং করেছিল তিনি! ফিলিপ সল্ট, প্রিয়ম গর্গ, রাইলি রুশো এবং মনীশ পান্ডেকে ড্রেসিংরুমে ফেরত পাঠান তিনি। আজ ৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে ৪টি উইকেট নিলেন তিনি।
দিল্লির অবস্থা আরও খারাপ হতে পারতো যদি না আমন খান রুখে দাঁড়াতেন। মুম্বাইয়ের এই ক্রিকেটার আজ দুর্দান্ত ব্যাটিং করে দলের বিপদের সময় দলকে টেনে তুলেছেন। তিনি যখন আজ নিজের প্রথম আইপিএল অর্ধশতরান সম্পূর্ণ করেন তখন পন্টিং থেকে শুরু করে সৌরভ সকলেই উঠে দাঁড়িয়ে হাততালি দিয়ে তাকে স্বাগত জানিয়েছেন।
আমনের ৪৪ বলে ৫৫ রানের ইনিংসের পাশাপাশি অক্ষর প্যাটেলের ২৭ ও রিপল প্যাটেলের আগ্রাসী ২৩ রানের ইনিংসে ভর করে দিল্লি ক্যাপিটালস নির্ধারিত ২০ ওভারে ১৩০ রান স্কোরবোর্ডে তুলেছে। এছাড়া আজ মোহিত শর্মা আইপিএলে নিজের শততম উইকেটটি পেয়েছেন। এর পাশাপাশি ঋদ্ধিমান সাহা, শুধুমাত্র একজন উইকেট রক্ষক হিসেবে নিজের শততম শিকারটি করেছেন আজকে। দুর্দান্ত উইকেট কিপিং করে মোট তিনটি ক্যাচ নিয়েছেন আজকে বঙ্গ উইকেট রক্ষক।