মেয়েদের শরীর খুব মূল্যবান, যত ঢেকে রাখা যায় তত ভাল: সাফাই সলমনের

বাংলাহান্ট ডেস্ক: সলমন খানের (Salman Khan) ছবির সেটে নাকি কড়াকড়ি নিয়ম। মহিলাদের পোশাকের উপরে একগুচ্ছ নিয়ম চাপিয়ে রেখেছেন তিনি। ডিপ নেক পোশাক পরা যাবে না, অতিরিক্ত খোলামেলা শরীর দেখানো পোশাকে আপত্তি রয়েছে ভাইজানের। একথা সম্প্রতি ফাঁস করেছেন তাঁরই ছবির অভিনেত্রী পলক তিওয়ারি। এ নিয়ে কটাক্ষের সম্মুখীন হতেই মুখ খুললেন সলমন।

সত্যিই কি মেয়েদের পোশাক নিয়ে এত ছুঁতমার্গ রয়েছে অভিনেতার? সম্প্রতি এক শোতে এসে তিনি সাফাই দেন, মেয়েদের শরীর খুব মূল্যবান। তাই ঢেকে রাখাই বাঞ্ছনীয়। শোতে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, তিনি নিজেই সিনেমায় বারবার জামা খুলে ফেলেন। তাহলে মেয়েদের পোশাক নিয়ে এত বাড়াবাড়ি কেন? এটা কি তাহলে ভণ্ডামি নয়?

salman khan rule

উত্তরে সলমন বলেন, এতে কোনো ভণ্ডামি নয়। তাঁর মতে, একটি মেয়ের শরীর অনেক বেশি মূল্যবান হয়। তাই সেটা যত ঢাকা থাকবে ততই ভাল। অথচ তিনি নিজেও তো কেরিয়ারের প্রথম বিজ্ঞাপনে শুধুমাত্র একটি বক্সার পরেই অভিনয় করেছিলেন! এবারেও সলমন সাফাই দেন, সে সময়কার ব্যাপারটা অন্য রকম ছিল। এখন সময় আরো খারাপ হয়ে গিয়েছে।

শরীর ঢাকার দায় কি তবে শুধু মেয়েদের? এই প্রশ্নে সলমন উত্তর দেন, ‘এটা মেয়েদের ব্যাপার নয়, ছেলেদের ব্যাপার। যেভাবে ছেলেরা মেয়েদের দেখে, আপনার বোন, স্ত্রী, মা-দের সেটা আমার ভাল লাগে না।’

সলমনের এই আপত্তির বিষয়টা প্রথম জানিয়েছিলেন পলক। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, সলমনের ছবির সেটে সব মেয়েদের জন্য এক বিশেষ নিয়ম আছে। মহিলাদের পোশাক নিয়ে বেশ ছুঁতমার্গ রয়েছে অভিনেতার। তাই তিনি সেটে নিয়ম করে দিয়েছেন, যে সব মেয়েরা কাজ করবেন তারা যেন পোশাকের নিয়ম মেনে চলেন। খোলামেলা পোশাক পরা যাবে না। ডিপ নেক পোশাক একেবারেই নিষিদ্ধ। সকলকেই এই নিয়ম মেনে চলতে হয়, জানিয়েছিলেন পলক।


Niranjana Nag

সম্পর্কিত খবর