চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! রাজ্যে বিপুল শূন্যপদে চলছে পুলিশ কর্মী নিয়োগ, এইভাবে করতে হবে আবেদন

বাংলা হান্ট ডেস্ক: এবার রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য মিলল বড়সড় সুখবর। ইতিমধ্যেই ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড বিপুল শূন্যপদের ভিত্তিতে কনস্টেবল (West Bengal Police Recruitment) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রাজ্যের স্থায়ী বাসিন্দা হলেই ইচ্ছুক প্রার্থীরা এই শূন্যপদের ভিত্তিতে আবেদন করতে পারবেন। ইতিমধ্যেই এই সংক্রান্ত আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।

পদের নাম: প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে যে, আপাতত রাজ্য পুলিশের মহিলা কনস্টেবল পদে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।

শূন্যপদের সংখ্যা: মোট শূন্যপদের সংখ্যা হল ১,৪২০।

বেতন: জানা গিয়েছে, এক্ষেত্রে লেভেল-৬-এর পে স্কেল অনুযায়ী বেতন হবে ২২,৭০০ টাকা থেকে ৫৮,৫০০ টাকা পর্যন্ত।

শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে অবশ্যই প্রার্থীকে মাধ্যমিক পাশ বা তার সমতুল্য যোগ্যতা অর্জন করতে হবে।

বয়সসীমা: রাজ্য পুলিশের মহিলা কনস্টেবল পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়স হতে হবে নূন্যতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে। এছাড়াও সংরক্ষিতদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।

আবেদন পদ্ধতি: আবেদনে ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা প্ৰতিবেদনের শেষে দেওয়া লিঙ্কে ক্লিক করে আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। মূলত, প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। পাশাপাশি, আবেদন করার সময়ে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলিকে কাছে রাখতে হবে।

আবেদনের জন্য খরচ: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, এই পদে আবেদনের ক্ষেত্রে আবেদন ফি হিসেবে জেনারেল ও OBC প্রার্থীদের জন্য ১৫০ টাকা এবং ২০ টাকার প্রসেসিং চার্জ মিলিয়ে মোট ১৭০ টাকা লাগবে। পাশাপাশি, SC ও ST প্রার্থীদের জন্য শুধুমাত্র ২০ টাকার প্রসেসিং চার্জ জমা করতে হবে। প্রার্থীরা তাঁদের আবেদন ফি অনলাইন মাধ্যমে ক্রেডিট কার্ড/ডেবিট কার্ড/নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে জমা করতে পারবেন।

আবেদন প্রক্রিয়ার শেষ তারিখ: এই শূন্যপদে আবেদন প্রক্রিয়া গত ২৪ এপ্রিল ২০২৩ থেকে শুরু হয়ে গিয়েছে। যা চলবে আগামী ২৫ মে ২০২৩ পর্যন্ত। পাশাপাশি, প্রার্থীরা তাঁদের আবেদন সংশোধন অর্থাৎ এডিট করতে পারবেন আগামী ২৬ মে থেকে ১ জুন ২০২৩ পর্যন্ত।

whatsapp image 2023 05 03 at 12.13.20 pm

প্রসঙ্গত উল্লেখ্য, মনে রাখতে হবে যে, যেহেতু রাজ্য পুলিশের মহিলা কনস্টেবল পদে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে সেই কারণে কেবলমাত্র মহিলারাই এখানে আবেদন করতে পারবেন। এমতাবস্থায়, ইচ্ছুক প্রার্থীরা https://wbprb.applythrunet.co.in/PostDetail.aspx?E=NJKqP1v5d%2boLHSdhNTtQ6g%3d%3d-এই ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত তথ্য পেতে পারেন এবং অনলাইনে আবেদনও করতে পারেন।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর